জি-৭ এ আমন্ত্রণ: ট্রাম্প-মোদি ফোনালাপ, টুইট করলেন প্রধানমন্ত্রী

জি-৭ বৈঠকের পরিবর্ধন করার কথা আগেই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ভারত ও রাশিয়ার মতো দেশগুলিকে আমন্ত্রণ জানানোর কথাও জানিয়েছিলেন তিনি। এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে আমেরিকায় অনুষ্ঠিত জি-৭ বৈঠকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, ভারতীয় সময় মঙ্গলবার রাতে এই ফোনালাপ হয়। ট্রাম্প জানান, ভারত, রাশিয়া-সহ চারটি দেশকে আমন্ত্রণ জানাতে চান তিনি। এ জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।

নিজের টুইটার হ্যান্ডেলে নরেন্দ্র মোদি অবশ্য জানান, “আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উষ্ণ এবং ফলপ্রসূ কথাবার্তা হয়েছে। জি-৭ বৈঠক আয়োজন থেকে শুরু করে কোভিড-১৯ এবং অন্যান্য বিষয়েও কথা হয়েছে।”
তবে, ভারত-চিন সীমান্ত সঙ্কটে ট্রাম্পের মধ্যস্থতা করতে চাওয়ার বিষয়ে এ দিন ‘দুই বন্ধু’র কথা হয়েছে কি না, তা জানানো হয়নি। তবে আমেরিকার বর্তমানে চলা বিক্ষোভের বিষয়ে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। চিনকে চাপে রাখতেই ভারতের প্রতি ট্রাম্পের এই ভ্রাতৃত্ব সুলভ আচরণ বলে ধারণা কূটনৈতিক মহলের।

Previous articleএবার দক্ষিণ দিনাজপুরেও তৃণমূলের দায়িত্বে শুভেন্দু?
Next articleবয়স ১৬০০ বছরেরও বেশি, মর্চে পড়েনি এই লোহার স্তম্ভে!