Friday, November 14, 2025

অনগ্রসর শ্রেণির শ্রমিকদের মতোই বাস কর্মচারীদের সুবিধা দেওয়া হোক, আর্জি মালিক সংগঠনের

Date:

লকডাউন শিথিলের এবং আনলক ফেজ ওয়ান পর্বে রাজ্য তথা শহরে বেসরকারি বাস ভাড়া বৃদ্ধি নিয়ে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং যার পরিপ্রেক্ষিতে বাস ভাড়া বৃদ্ধির জন্য একটি রেগুলেটরি কমিটি গঠন করার কথা। সেটাই আজ, বুধবার জানালেন বাস সিন্ডিকেটের জেনারেল সেক্রেটারি ও জয়েন্ট কাউন্সিলার তপন বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি জানিয়েছেন, গতকাল অর্থাৎ মঙ্গলবার পরিবহন দফরের সঙ্গে বিভিন্ন পরিবহন সংগঠনগুলির মালিক সংগঠনের এক দফায় বৈঠক হয়। সেখানে তারা কতগুলি আবেদন তুলে ধরেছেন রাজ্য সরকারের কাছে। পরিবহন মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, বাস ভাড়া বৃদ্ধি নিয়ে যে অসন্তোষের সৃষ্টি হয়েছে তার জন্য একটি রেগুলেটরি কমিটি গঠন করা হোক।

এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, যদি কোনও বাস কর্মচারী বা কন্ডাক্টর গণ পরিষেবা দিতে গিয়ে কোভিড-১৯ আক্রান্ত হন, তাহলে তার দায় কে নেবে? সেজন্য রাজ্য সরকারের কাছে তারা একটি স্বাস্থ্য বীমার আবেদনও জানিয়েছেন। এবং এই সমস্ত কর্মচারীদের হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস, মাস্ক দেওয়ার আবেদন জানিয়েছেন।

একইসঙ্গে তপনবাবু বলেন অনগ্রসর শ্রেণির শ্রমিকরা যে সমস্ত সুবিধা পায় এই সমস্ত বাস কর্মচারীরাও যেন সেই সুবিধা থেকে বঞ্চিত না হয়। বিভিন্ন জেলায় এর আগে কিছু বেসরকারি বাস নেমেছিল। কিন্তু সবদিক থেকে প্রচুর পরিমাণে ক্ষতি হওয়ায় সেগুলো তুলে নিতে তারা বাধ্য হয়।তাই তাঁদের আবেদন, রাজ্য সরকারের পুরো বিষয়টি মানবিকতার সঙ্গে বিবেচনা করে এই সমস্যার যেন দ্রুত নিষ্পত্তি করে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version