দলের তৈরি অ্যাপে পলিটব্যুরো বৈঠক করলো সিপিএম

চিনের সঙ্গে ‘দূরত্ব’ বাড়িয়ে সিপিএম নিজেদের তৈরি দেশীয় অ্যাপ ‘ট্রিপল বি বা বিগ ব্লু বাটন’-এর সাহায্যে সেরে ফেলেছে পলিটব্যুরো বৈঠক। নতুন এই ভিডিও অ্যাপ্লিকেশন পরীক্ষামূলকভাবে ব্যবহার করে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৈঠকে অংশ নিয়েছিলেন সব পলিটব্যুরো সদস্য৷ হায়দরাবাদের কয়েক জন সিপিএম সদস্য, যারা সফটওয়ার বিশেষজ্ঞ, তাঁরাই তৈরি করেছেন এই বিশেষ অ্যাপ্লিকেশন৷ এর ব্যবহার হবে শুধুই সিপিএম নেতাদের নিজেদের মধ্যে বৈঠকের জন্য৷ পুরোটা কাজটি হয়েছে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির উদ্যোগে ৷ ইয়েচুরি বলেছেন, “অ্যাপ্লিকেশনটি অনেক বেশি নিরাপদ৷ অ্যাপ্লিকেশনটি তৈরি করেছেন আমাদের কমরেডরা, যাঁরা প্রত্যেকে সফটওয়ার বিশেষজ্ঞ৷”

ওদিকে, চলতি করোনা আবহে দেশের মানুষ বিপর্যস্ত, সেই সময় জনসাধারণের থেকে আর বিচ্ছিন্ন থাকা যাবে না৷ এই সিদ্ধান্ত নিয়েই এবার মানুষের সঙ্গে আরও বেশি যোগাযোগ রাখার জন্য দেশের সব রাজ্য কমিটিকে নির্দেশ দিয়েছে সিপিএম পলিটব্যুরো৷ সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই যোগাযোগ বাড়াতে বলা হয়েছে। তা ছাড়া মোদি সরকারের ভূমিকার সমালোচনা করে আগামী ১৬ জুন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে সিপিএম৷ কেন্দ্রীয় নির্দেশিকা মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই পালন করা হবে এই কর্মসূচি।

Previous article২ সপ্তাহ কেটেছে, আমফান-ক্ষতি দেখতে এখনও আসেনি কেন্দ্রীয় দল
Next articleট্যাক্সি, অটোর সব আসনে যাত্রী আজ থেকেই