আমফান-বিধ্বস্ত বাংলাকে আর্থিক সাহায্য করতে চেয়ে মোদিকে চিঠি ফরাসি প্রেসিডেন্টের

আমফানের ছোবলে তছনছ হওয়া কলকাতা, দুই ২৪ পরগনার বেশ কিছু বিধ্বস্ত এলাকার ছবি দেখেছিলেন তিনি৷ নজরে এসেছিলো হাজার হাজার গাছ উপড়ে অবরুদ্ধ রাস্তাঘাট, উপকূলবর্তী এলাকায় হুড়মুড় করে ভেঙ্গে পড়া ঘরবাড়ির ছবিও৷ কানে এসেছে বাংলায় প্রায় শতাধিক জীবনহানির ঘটনা৷ শুনেছেন ওড়িশায় আমফানের তাণ্ডবের কথাও৷

এসব ছবি দেখে এবং শুনে আন্তরিকভাবেই মর্মাহত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ। আর তারপরই দুই রাজ্যের বিপন্ন পরিস্থিতি উপলব্ধি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে ম্যাকরঁ জানালেন, বাংলা, ওড়িশার বিধ্বস্ত এলাকা পুনর্গঠনে সাহায্য করতে ইচ্ছুক ফ্রান্স৷ চিঠিতে ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন, “আমফান -তাণ্ডব পরবর্তী পরিস্থিতিতে বাংলা, ওড়িশার পুনর্গঠনে যে কোনও ধরনের সাহায্যের হাত বাড়াতে চায় ফ্রান্স।

ওদিকে, ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি সূত্রে জানা গিয়েছে, ২০০ মিলিয়ন ইউরো ভারতকে সাহায্যের জন্য দেবে বলে ম্যাকরঁ ইতিমধ্যেই স্থির করে ফেলেছেন৷ বিশ্ব ব্যাংকের মাধ্যমে সেই অর্থ পাঠানো হতে পারে। এই প্রস্তাবই জানিয়ে নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন ইমানুয়েল ম্যাকরঁ। সেইসঙ্গে ফ্রান্সের জনগণের তরফে তিনি আমফান বিধ্বস্ত পশ্চিমবঙ্গ এবং ওডিশাবাসীর প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।
ভারত-ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে গত বছর মোদি-ম্যাকরঁ বৈঠকে বেশ কিছু বিষয়ে পারস্পরিক
সাহায্যের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুসারেই আমফান বিধ্বস্ত এলাকার জন্য বাংলায় আসতে চলেছে ফ্রান্সের সাহায্য।

সূত্রের খবর, প্রধানমন্ত্রীর তরফে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরেঁর বার্তা পৌঁছেও দেওয়া হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে৷

Previous articleসি ভোটারের সমীক্ষায় চমকপ্রদ তথ্য: দেশের প্রথম ছজন মুখ্যমন্ত্রীই অ-বিজেপি
Next articleব্রেকফাস্ট নিউজ