Friday, August 29, 2025

আমফান-বিধ্বস্ত বাংলাকে আর্থিক সাহায্য করতে চেয়ে মোদিকে চিঠি ফরাসি প্রেসিডেন্টের

Date:

আমফানের ছোবলে তছনছ হওয়া কলকাতা, দুই ২৪ পরগনার বেশ কিছু বিধ্বস্ত এলাকার ছবি দেখেছিলেন তিনি৷ নজরে এসেছিলো হাজার হাজার গাছ উপড়ে অবরুদ্ধ রাস্তাঘাট, উপকূলবর্তী এলাকায় হুড়মুড় করে ভেঙ্গে পড়া ঘরবাড়ির ছবিও৷ কানে এসেছে বাংলায় প্রায় শতাধিক জীবনহানির ঘটনা৷ শুনেছেন ওড়িশায় আমফানের তাণ্ডবের কথাও৷

এসব ছবি দেখে এবং শুনে আন্তরিকভাবেই মর্মাহত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ। আর তারপরই দুই রাজ্যের বিপন্ন পরিস্থিতি উপলব্ধি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে ম্যাকরঁ জানালেন, বাংলা, ওড়িশার বিধ্বস্ত এলাকা পুনর্গঠনে সাহায্য করতে ইচ্ছুক ফ্রান্স৷ চিঠিতে ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন, “আমফান -তাণ্ডব পরবর্তী পরিস্থিতিতে বাংলা, ওড়িশার পুনর্গঠনে যে কোনও ধরনের সাহায্যের হাত বাড়াতে চায় ফ্রান্স।

ওদিকে, ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি সূত্রে জানা গিয়েছে, ২০০ মিলিয়ন ইউরো ভারতকে সাহায্যের জন্য দেবে বলে ম্যাকরঁ ইতিমধ্যেই স্থির করে ফেলেছেন৷ বিশ্ব ব্যাংকের মাধ্যমে সেই অর্থ পাঠানো হতে পারে। এই প্রস্তাবই জানিয়ে নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন ইমানুয়েল ম্যাকরঁ। সেইসঙ্গে ফ্রান্সের জনগণের তরফে তিনি আমফান বিধ্বস্ত পশ্চিমবঙ্গ এবং ওডিশাবাসীর প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।
ভারত-ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে গত বছর মোদি-ম্যাকরঁ বৈঠকে বেশ কিছু বিষয়ে পারস্পরিক
সাহায্যের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুসারেই আমফান বিধ্বস্ত এলাকার জন্য বাংলায় আসতে চলেছে ফ্রান্সের সাহায্য।

সূত্রের খবর, প্রধানমন্ত্রীর তরফে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরেঁর বার্তা পৌঁছেও দেওয়া হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে৷

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version