Monday, November 10, 2025

সূর্যেরও একটা দরদী মন আছে। অবাক লাগলেও তা সত্যি। এই মনের হদিশ পেলেন মেদিনীপুর শহরের মেয়ে সঞ্চিতা। কখন সে ভয়ংকর হামলা চালাবে তা কেউ জানে না। কিন্তু সেই হামলার পরে যাতে আমরা শেষ না হয়ে যায় তার ব্যবস্থা করে সূর্য।

সঞ্চিতা দেখালেন, ঠিক কোন সময় সূর্যের তেজ থাকে সব থেকে বেশি। আর সেই সময় আমাদের বাঁচানোর জন্য তৎপর হয়ে ওঠে সূর্য নিজেই। সঞ্চিতার এই গবেষণাপত্র প্রকাশ করেছে আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স। এই জার্নালের মূল লেখক ইনস্টিটিউট অফ সাইন্স এডুকেশন এন্ড রিসার্চ এর ছাত্রী সঞ্চিতা পাল। তাঁর সহযোগী গবেষকদের মধ্যে রয়েছেন, সৌম্য রঞ্জন দাস ও সৌর পদার্থবিজ্ঞানী দিব্যেন্দু নন্দী।

সৌর ঝড় বায়ুমণ্ডলের পক্ষে অত্যন্ত বিপদজনক। এর প্রভাবে বিচ্ছিন্ন হতে পারে টেলিযোগাযোগ থেকে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা। এমনকী নষ্ট হতে পারে কৃত্রিম উপগ্রহ। কিন্তু সঞ্চিতারা দেখালেন এমন এক পথ যেখানে সব একবারে শেষ হয়ে যায় না। সঞ্চিতা জানান, সূর্যের তেজ বাড়ে কমে সৌর চক্রের উপর। সৌর চক্র প্রতি ১১ বছরে হয়। কখনও তা ১৩ বা ১৪ বছর হয়। যার ফলে সূর্যের পিঠে তৈরি হয় সৌর কলঙ্ক। সৌর কলঙ্ক বাড়তে থাকলে শক্তি বাড়ে সৌর চক্রের। ৩০০ বা তার বেশি সৌর কলঙ্কে হলে সৌর চক্র অতি শক্তিশালী হয়। ২৫০ হলে হয় মাঝারি শক্তির সৌর চক্র। সঞ্চিতারা তাঁদের আবিষ্কারে দেখিয়েছেন,
সৌর চক্র যত বেশি শক্তিশালী হয়, সৌর ঝড়ের ভয়ঙ্কর আকার ততটাই কমিয়ে রাখে সূর্য।

সঞ্চিতা জানান, সৌর কলঙ্কে জন্মের পর থেকেই সূর্য থেকে বেরিয়ে আসে সৌর বায়ু, সৌর ঝড়, সৌর ঝলক, করোনাল মাস ইজেকশন। এরমধ্যে করোনাল মাস ইজেকশন সবথেকে বেশি ভয়ংকর। যার পূর্বাভাস কখনই করা যায় না। সূর্য থেকে সৌর বায়ু পৃথিবীর সহ সৌরমন্ডলে ছড়িয়ে পড়ার সময়ে করোনাল মাস ইজেকশন তথ্য সিএমই এসে পড়ে তার মধ্যে। সিএমই এবং সৌর বায়ু চৌম্বক ক্ষেত্রের মেরু ভিন্নমুখী হলে শক্তি ক্ষয় হয়ে যায়। ফলে সিএমই যতটা আঘাত করার কথা ছিল ততটা পারে না।

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...
Exit mobile version