উদ্বেগ বাড়িয়ে ফের রেকর্ড করোনার, দেশে একদিনে আক্রান্ত ৯,৩০৪

দেশজুড়ে লকফাউন শিথিল ও আনলক ফেজ ওয়ান শুরু হওয়ার পর লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার সংক্রমণের রেকর্ড।

শেষ ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও ৯ হাজার ৩০৪ জনের শরীরে মিলল কোভিড-১৯ ভাইরাসের হদিশ। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ২৬০ জনের। ফলে এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লক্ষ ১৬ হাজার ৯১৯।

এর মধ্যে অবশ্য ১ লক্ষ ৪ হাজার ১০৬ জন রোগী ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। মৃত্যু হয়েছে মোট ৬ হাজার ৭৫ জন রোগীর। বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১লক্ষ ৬ হাজার ৭৩৭। আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।

Previous articleপরিযায়ী নেত্রী অর্পিতা ঘোষের টুইট সম্পর্কে দুচারটি কথা
Next articleইলেকট্রনিক বাজারে চিনকে সরিয়ে দখল নিতে মরিয়া ভারত