করোনার কোপে বন্ধ হল অ্যাটলাস সাইকেলের উৎপাদন

করোনার কোপ পড়েছে দেশের অর্থনীতিতেও। লকডাউনের মধ্যে বন্ধ হয়ে গিয়েছে একাধিক কারখানা। এবার সেই তালিকায় যুক্ত হলো সাইকেল ব্র্যান্ড অ্যাটলাস সাইকেল। সাইকেল উৎপাদন বন্ধ করে দিল সংশ্লিষ্ট সংস্থা। যার জেরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ হারালেন ৭০০ জন কর্মচারী।

বুধবার ছিল বিশ্ব বাইসাইকেল দিবস। এদিনই এক বিবৃতি জারি করে সংস্থা জানায়, আর্থিক অনটনের জেরে উৎপাদন করতে পারছেনা কোম্পানি। ১ জুন থেকে কারখানা খোলা সম্ভব না। তাই সাহিবাবাদের ইউনিটটি বন্ধ করে দেওয়া হলো।
১৯৫১ সালে এই সাইকেল কোম্পানির জন্ম। গত ৬ বছরে কোম্পানি তাদের দুটি ইউনিট বন্ধ করে দিয়েছে। ২০১৪ সালের ডিসেম্বর মাসে মধ্যপ্রদেশের মালানপুর এবং ২০১৮ সালে হরিয়ানার সোনিপতের কারখানা বন্ধ করে দেওয়া হয়।
কিন্তু তার পরেও কোম্পানিটি ভালমতোই বেঁচে ছিল। সাহিবাবাদের ইউনিট বন্ধ করে দেওয়ায় কোম্পানির উৎপাদনে তালা ঝুলল।
অ্যাটলাস কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা পরবর্তী পরিস্থিতি কাঁচামাল কেনার মতো সামর্থ্য নেই। এই অবস্থায় উৎপাদন বন্ধ করা ছাড়া অন্য কোনও রাস্তা দেখতে পারছে না তারা।
সাহিবাবাদের কারখানায় ৪০০ কর্মচারী ছিলেন। পরোক্ষভাবে নির্ভরশীল ছিলেন ৩০০ জন। কারখানা বন্ধ হওয়ার পেটে টান পড়ল তাঁদের।

Previous articleবাড়ি ফিরতে এ কী করলেন পরিযায়ী শ্রমিক?
Next articleমারাদোনা কে নিয়ে বিভ্রান্তি! কেন?