Monday, December 8, 2025

আমফানে ক্ষতিগ্রস্ত দুই ২৪ পরগনার বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন সেচমন্ত্রী শুভেন্দু অধিকারি

Date:

Share post:

আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দুই ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার নদী বাঁধের অবস্থা ঘুরে দেখলেন রাজ্যের সেচমন্ত্রী শুভেন্দু অধিকারি। জানা গিয়েছে, হেলিকপ্টারে উত্তর ২৪ পরগনা সন্দেশখালি ১ এবং ২ নম্বর ব্লকের ভেঙে যাওয়া নদী বাঁধের অবস্থা নিজে দেখেন সেচমন্ত্রী। এরপর তিনি সন্দেশখালি থেকে কপ্টারে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় যান। যেখানে স্থানীয় বিধায়ক এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন৷ পাথরপ্রতিমায় গিয়ে লঞ্চে করে বিভিন্ন বিধ্বস্ত এলাকাও পরিদর্শন করেন। ভয়াবহ আমফানের পর অনেক জায়গাতেই বাঁধগুলি অবস্থা করুণ৷ বর্ষা আসছে। তার আগে সেই সব নদীবাঁধগুলো যদি সংস্কার করা না যায়, তাহলে প্লাবনের আশঙ্কা থেকে যাচ্ছে। এদিন প্রশাসনিক কর্তাদের কাছ থেকে জেলার বাঁধগুলির তথ্য সংগ্রহ করেন সেচমন্ত্রী। তিনি দুই জেলা প্রশাসনকেই আশ্বাস দিয়েছেন, সব স্থায়ী বাঁধ মেরামত করা হবে। দক্ষিণ ২৪ পরগনায় ১৪৯ জায়গায় বাঁধ মেরামতের কাজ চলছে। দু’ জায়গায় ফাটল ভয়ঙ্কর আকার নিয়েছে। আর্থিক টানাটানি সত্ত্বেও মানুষের পাশে থেকে কাজ করছে রাজ্য সরকার।” তিনি বলেন,”দক্ষিণ ২৪ পরগনার মানুষ শুধু ঘূর্ণিঝড় বা বন্যা নয়, জোয়ারের জলেও বিপর্যস্ত হয়ে পড়েন। বাড়ি ঘর, ক্ষেতের ফসল নষ্ট হয়। তাই, এই অঞ্চলের মানুষকে এবার পাকাপাকিভাবে এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে মুক্তি দেবে রাজ্য সরকার।

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...