Monday, November 17, 2025

লকডাউনে পুরো বেতন না দিলেও মালিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, জানালো সুপ্রিম কোর্ট

Date:

মালিক বা নিয়োগকর্তাদের স্বস্তি দিলো সুপ্রিম কোর্ট৷

লকডাউন চলাকালীন কর্মীদের পুরো বেতন না দিলেও আগামী ১২ জুন পর্যন্ত অক্ষম মালিক বা নিয়োগকর্তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারবে না কেন্দ্র। ওদিকে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিংবা সংস্থা সত্যিই বেতন দিতে অক্ষম কি’না, তা যাচাই করার জন্য সর্বোচ্চ আদালতের কাছে আর্জি জানিয়েছে কেন্দ্রও। এই আর্জি জানিয়ে কেন্দ্রের দাবি, আয়-ব্যায়ের বাৎসরিক হিসেবে পেশ করতে হবে নিয়োগকর্তাদের।

দেশে লকডাউন শুরু হয়েছিলো গত ২৫ মার্চ। ১৭ মে পর্যন্ত মোট ৫৬ দিনের লকডাউন পর্বে কর্মীদের পুরো বেতন দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের নিয়েই সমস্যা বেশি দেখা দিয়েছে। এর মধ্যেই গত ২৯ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, কোনওভাবেই কর্মীদের বেতন কাটা যাবে না৷ ৫৬ দিনের পুরো বেতনই দিতে হবে তাঁদের।
কেন্দ্রের এই বিজ্ঞপ্তির বিরোধিতা করে একাধিক সংস্থা ও প্রতিষ্ঠান সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তাদের দাবি, লকডাউনের জেরে প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। ফলে কর্মীদের পুরো বেতন দেওয়া সম্ভব নয়। এই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ১৫ মে এক নির্দেশ জারি করেছিলো। তাতে বলা হয়, নিয়োগকর্তারা কর্মীদের পুরো বেতন দিতে না পারলে তাঁদের বিরুদ্ধে কঠোর কোনও ব্যবস্থা নিতে পারবে না কেন্দ্র। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিচারপতি অশোক ভূষণ, এস কে কউল এবং এম আর শাহকে নিয়ে গঠিত বেঞ্চ সেই নির্দেশের সময়সীমাকে আগামী ১২ জুন পর্যন্ত বাড়িয়েছে।

Related articles

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...
Exit mobile version