বরফাবৃত পাহাড়ের নীচে থাকা ভল্ট বাঁচাবে মহাসঙ্কটে!

বিশ্বজুড়ে চলছে করোনা ত্রাস। এই পরিস্থিতিতে আতঙ্কিত সারা বিশ্বের মানুষ। এই অবস্থায় মানুষের বিশ্বাসকে সুদৃঢ় করতে শস্য ভান্ডারের খোঁজ দেওয়া হলো। বরফাবৃত পাহাড়ের নীচে নরওয়ে সরকার শস্য ভান্ডার গড়ে তুলেছে। যার নাম ডালবার্ট গ্লোবাল সিড ভল্ট। তবে শুধু নরওয়েতে নয়, এরকম শস্য ভান্ডার রয়েছে ভারতেও।

বিশ্বজুড়ে অর্থাভাব বা কোনও সঙ্কটজনক পরিস্থিতিতে হলে ভারতে খাবার যোগাবে এই সিড ভল্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭, ৩০০ ফুট উচ্চতায় লাদাখের চ্যাংলাতে তৈরি হয়েছে ভারতের নিজস্ব শষ্য ভান্ডার। প্রায় পাঁচ হাজারের বেশি ধরনের খাবার সুরক্ষিত থাকে এই ভল্টে। ২০১০ সালে ভারতের ডিফেন্স ইনস্টিটিউট অফ হাই অলটিটিউড রিসার্চ ও ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্স এই শস্য ভান্ডার তৈরি করে। বিশ্বজুড়ে ভল্টগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের ভল্ট।

Previous article‘বাঘবিধবা’ অষ্টম খণ্ড
Next article‘ভারতে লকডাউন ব্যর্থ!’ পাঁচটি গ্রাফ টুইট করে দাবি রাহুল গান্ধীর