‘ভারতে লকডাউন ব্যর্থ!’ পাঁচটি গ্রাফ টুইট করে দাবি রাহুল গান্ধীর

“ভারতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে লকডাউন৷”

রাখঢাক না করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। অন্য দেশের সঙ্গে লকডাউনের তুলনা করেই রাহুল গান্ধী এই মন্তব্য করেছেন।

রাহুল গান্ধী তাঁর দাবির পক্ষে যুক্তি দিয়ে ৫টি গ্রাফ টুইট করেছেন৷ ওই গ্রাফে স্পষ্ট হয়েছে ইউরোপের দেশগুলোর লকডাউনের তুলনায় ভারতের ৫ দফার লকডাউন কীভাবে ব্যর্থ হয়েছে৷ রাহুল গান্ধী বলেছেন, “দেশে যখন প্রতিদিন অস্বাভাবিক হারে সংক্রমণ বাড়ছে, তখনই ‘আনলক ১.০’ করছে কেন্দ্রীয় সরকার।”
করোনা সংক্রমণ রুখে দিতে গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে চালু হয়েছে লকডাউন। গত সপ্তাহে সংক্রমণের মাত্রা ক্রমেই ঊর্ধ্বমুখী থাকায় উদ্বিগ্ন গোটা দেশ। সেই সময়ই নরেন্দ্র মোদির সরকার ‘আনলক’ ঘোষণা করায় দেশে শুরু হয়েছে তীব্র সমালোচনা৷

Previous articleবরফাবৃত পাহাড়ের নীচে থাকা ভল্ট বাঁচাবে মহাসঙ্কটে!
Next articleদাউদের মৃত্যু নিয়ে জল্পনা, সঠিক তথ্য মেলিনি