সংক্রমণের শঙ্কা নিয়েই সোমবার থেকে চালু হচ্ছে মেডিক্যাল কলেজের আউটডোর

করোনা হাসপাতালের তকমা পাওয়ার পর থেকেই বন্ধ হয় কলকাতা মেডিক্যাল কলেজে আউটডোর পরিষেবা। এভাবেই কেটেছে দেড় মাসের বেশি সময়৷

এবার স্বাস্থ্য ভবনের সিদ্ধান্ত, আগামী ৮ জুন, সোমবার থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর চালু করা হবে৷

সরকারের এই সিদ্ধান্তে বড়সড় বিতর্ক শুরু হয়েছে৷ চিকিৎসকদের বক্তব্য, কোনও করোনা হাসপাতালের আউটডোর এ ভাবে চালু করা হলে অন্যান্য রোগীদের সংক্রমণের আশঙ্কা একশো শতাংশ৷ মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে অন্য রোগের চিকিৎসা করাতে যারা সোমবার থেকে আসবেন, তাদের করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা করার কোন পথ স্বাস্থ্য ভবন নিয়েছে, তা সাধারন মানুষকে বিজ্ঞপ্তির আকারে জানানো উচিত৷

মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় শ’তিনেক করোনা- আক্রান্ত ভর্তি আছেন। ফলে এই হাসপাতালের পরিস্থিতি স্পর্শকাতর ৷ সেদিকে কতখানি নজর দিয়েছে স্বাস্থ্য ভবন, প্রশ্ন উঠেছে তা নিয়েই৷ ওদিকে, সূত্রের খবর , আউটডোর চালু করার নির্দেশ ইতিমধ্যেই স্বাস্থ্য ভবন থেকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে ওই হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা দ্বিধাবিভক্ত৷ এক পক্ষ বলছে, এখনই এই সিদ্ধান্ত না নিয়ে আরও কিছুদিন অপেক্ষা করে আউটডোর খোলা হোক৷ এর উল্টো দাবি,করোনা ও সারি ওয়ার্ড আলাদা ব্যরিকেড করে অন্য বিভাগ খোলা হোক।

Previous articleপ্রে ফর বেঙ্গল: বাংলার পাশে দাঁড়াতে সবার কাছে আবেদন বিশ্বের বাঙালিদের
Next articleআই লিগে নেই মোহনবাগান! আসছে নতুন ক্লাব!