আই লিগে নেই মোহনবাগান! আসছে নতুন ক্লাব!

না, মোহনবাগানের পক্ষে খারাপ খবর। পরের মরশুম থেকে আইএসএল খেলবে মোহনবাগান। তাই ফেডারেশন কর্তারা আই লিগে নতুন দলকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে অনেকটাই এগিয়ে গেল। বিড পেপার তোলা হয়েছে, আর তাতে দেখা যাচ্ছে দিল্লির সুদেভা এফসি অন্তর্ভুক্ত হতে চলেছে। নাম অন্তর্ভুক্তিকরণ এর বেশ কিছু পদক্ষেপ রয়েছে এবং শর্ত রয়েছে। সেগুলি পূরণ করা যাবে দেখেই সুদেভা এফসির কর্ণধার অনূজ গুপ্ত ফেডারেশন কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন আর তারপরেই ফেডারেশনের তরফে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে আই লিগের নতুন বিজ্ঞাপন দেওয়া হয়।

সুবেদা এফসি জন্ম ২০১৬ সালে। অনুজ গুপ্ত ও বিজয় হাকারে দুই বন্ধু তৃতীয় ডিভিশন খেললেও উত্তর দিল্লিতে জুনিয়র ফুটবল ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করেন। জুনিয়র ট্যালেন্ট খোঁজ করতে করতেই ক্লাব তৈরি আর আম্বেদকর স্টেডিয়াম হবে হোম গ্রাউন্ড। অনুজ আর বিজয় ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই স্পেনের তৃতীয় ডিভিশন ক্লাব সিডি অলিম্পিক স্তিভা কিনে ফেলেন। এবার ভারতীয় ফুটবলে পা রাখতে চলেছেন। আগামী ১০ জুনের মধ্যে তারা যা যা করণীয় সেরে ফেলবেন।

Previous articleসংক্রমণের শঙ্কা নিয়েই সোমবার থেকে চালু হচ্ছে মেডিক্যাল কলেজের আউটডোর
Next articleকৃষ্ণাঙ্গ ফ্লয়েডের হত্যায় অভিযুক্ত পুলিশের স্ত্রী চাইলেন বিবাহ বিচ্ছেদ