দিল্লিতে চিকিৎসা পাবেনা বাইরের লোক, আপ সরকারের কমিটির সুপারিশ

দিল্লির হাসপাতালে চিকিৎসা পাবেন শুধু দিল্লিবাসীরাই ৷ এমনই সুপারিশ করেছে কেজরি সরকারের তৈরি ৫ চিকিৎসকের কমিটি৷

এই সুপারিশ লাগু হলে দিল্লিতে স্থানীয় ব্যক্তি ছাড়া বাইরের কারোর চিকিৎসা আর হবে না ৷

করোনা পরিস্থিতিতে আপ সরকারের তৈরি ৫ চিকিৎসকের কমিটি সরকারকে পেশ করা রিপোর্টে এমন কথাই বলা হয়েছে৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত সপ্তাহে ডাঃ মহেশ ভার্মার নেতৃত্বে ৫ চিকিৎসকের কমিটি গঠন করে৷ সেই কমিটির রিপোর্টে বলা হয়েছে, রাজধানীর স্বাস্থ্য পরিকাঠামোয় দিল্লিবাসীর চিকিৎসাকেই প্রাধান্য দেওয়া উচিত৷ করোনা- প্রকোপে হাসপাতালে বেড পাওয়া এখন কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ৷ সংক্রমণ বেড়েই চলেছে, তাই রোগীদের জন্য দরকার আরও বেড ৷ করোনা সংক্রমণের মোকাবিলা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ১ জুন রাজধানীর সীমানা সীল করার বিষয়ে জনতার পরামর্শ চেয়েছিলেন ৷ ২ জুন কেজরিওয়াল সরকার বিশেষজ্ঞদের কমিটিও তৈরি করে ৷
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৫ চিকিৎসক কমিটির সুপারিশ ও প্রস্তাব যদি লাগু করেন, তাহলে আপাতত দিল্লিতে বাইরে থেকে আসা রোগীরা চিকিৎসা পাবেন না ৷ একইসঙ্গে করোনা ছাড়া অন্য কোনও রোগে আক্রান্ত রোগীদেরও অনেক সমস্যায় পড়তে হতে পারে ৷ দিল্লিবাসী নয়, করোনা ছাড়া অন্য কোনও রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও একই নিয়ম লাগু করা হবে কিনা সে বিষয়ে চিকিৎসদের রিপোর্টে কিছু বলা হয়েছে কিনা তা স্পষ্টভাবে জানা যায়নি ৷

Previous articleআমফান ক্ষতিগ্রস্তদের পাশে আছেন মুখ্যমন্ত্রী, পরিসংখ্যান তুলে বিজেপির কড়া সমালোচনা মন্ত্রী রেজ্জাকের
Next articleবাড়িতেই জগন্নাথদেবের স্নানযাত্রার পুজো করলেন রচনা