প্রবল করোনা সংক্রমণ নিয়েই নতুন করে স্বাভাবিক জীবনে ফিরছেন ব্রিটিশরা

করোনায় মৃতের নিরিখে গোটা বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। করোনা ভাইরাসের সংক্রমণে ৩৯ হাজার জনের মৃত্যু হয়েছে । ইংল্যাণ্ডে ১৫ জুন থেকে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । প্রবল করোনা সংক্রমণ নিয়েই নতুন করে স্বাভাবিক জীবনে ফিরছেন ব্রিটিশরা।
জানা গিয়েছে , রাস্তায় মাস্ক পরা না থাকলে নিয়মভঙ্গকারীদের বড় অঙ্কের জরিমানা করা হবে।
ইংল্যান্ডের পরিবহণ মন্ত্রী গ্র্যান্ট শ্যাপস জানিয়েছেন, নিয়ম না মানলে তাকে বাস-ট্রেন থেকে নামিয়ে দেওয়া বা জরিমানা করা হতে পারে। যদিও শিশুদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় সংক্রমণ অনেক বেশি হওয়ায় ইংল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে ।

Previous articleস্যানিটাইজার মেখে কুমোরটুলি থেকে বিদেশ পাড়ি দিচ্ছেন উমা!
Next articleমোদি সরকারের বিরুদ্ধে ১০ জুন ধর্মঘটের ডাক RSS- প্রভাবিত ভারতীয় মজদুর সঙ্ঘের