স্যানিটাইজার মেখে কুমোরটুলি থেকে বিদেশ পাড়ি দিচ্ছেন উমা!

লকডাউনে মন ভালো নেই কুমোরটুলির। বর্তমান যা পরিস্থিতি তাতে দুর্গা পুজো নিয়ে চরম অনিশ্চয়তা। তবুও মায়ের আগমনে সব স্বাভাবিক হয়ে যাবে সেই আশা করছেন সকলেই । তাই দুর্গা পুজোর গন্ধ ঢুকে পড়েছে কুমোরটুলিতে। পটুয়া পাড়া থেকে সপরিবারে উমা পাড়ি দিয়েছে মেলবোর্নে।

8 ফুটের দুর্গা, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, গণেশ রওনা দিয়েছেন জাহাজে চেপে। উমা যাচ্ছেন বিদেশে। আর তাতেই বর্ষায় যেন শরতের গন্ধ। এই আবহে ঠাকুর বিদেশে পাঠানোর চিত্রটা একটু অন্যরকম। কুমোরটুলিতে এক অন্য ব্যস্ততা। যা এই প্রথম। বিদেশের জন্য প্রতিমা প্যাকিং করার আগে ভাল করে স্যানিটাইজার মাখানো হচ্ছে। তারপর প্লাষ্টিক দিয়ে মুড়ে বাকি প্যাকিং।

এবারে প্রতিমার বরাত কম। যেসব প্রতিমার বরাত গতবার নভেম্বর-ডিসেম্বরে দেওয়া হয়েছিল সেই প্রতিমা গুলি যাচ্ছে বিদেশে। জার্মানি, অস্ট্রেলিয়া ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়তে যাচ্ছে ঠাকুর।

করোনা আবহে মা দুর্গা স্বপরিবারে পাড়ি দিলেন বিদেশ। দশ হাতে অস্ত্র নিয়ে মা বধ করবেন করনাসুরকে এখন আশা এমনটাই। চিন্ময়ী তাই ব্যস্ত। ব্যস্ত শিল্পীরাও। লাবণ্যে ঢলঢল মা দুর্গার মুখ দশ হাতের অস্ত্র প্রস্তুত হচ্ছে দশপ্রহরণধারিণী।

Previous articleআনলক: রাজারহাটে বিজেপি ছেড়ে তৃণমূলে ৭০ জন
Next articleপ্রবল করোনা সংক্রমণ নিয়েই নতুন করে স্বাভাবিক জীবনে ফিরছেন ব্রিটিশরা