আনলক: রাজারহাটে বিজেপি ছেড়ে তৃণমূলে ৭০ জন

লকডাউন শেষে আনলক পর্ব শুরু হতে ভাঙন খাস বিজেপি শিবিরে। রাজারহাট চাঁদপুর পঞ্চায়েতের মাছিভাঙার ৭০ জন তৃণমূলে যোগদান করলেন। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হয়েছিলেন অসীম মণ্ডল। তার অভিযোগ, প্রতিশ্রুতি মতো এলাকার মানুষের জন্য কাজ করতে পারছিলেন না। এলাকার উন্নয়ন করতে পারছিলেন না। করোনার আবহে স্থানীয় বাসিন্দাদের পাশে দাঁড়াতে না পেরে শনিবার মাছিভাঙা গ্রামের ৭০ জন অনুগামী নিয়ে তৃণমূলে যোগ দেন তিনি। তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রাজারহাট- নিউটাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর কর।

গত পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙড় পাওয়ার গ্রিড আন্দোলনের আঁচ এসে পড়েছিল রাজারহাটের চাঁদপুর পঞ্চায়েতের মাছিভাঙা গ্রামে। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে মাছিভাঙা সহ চাঁদপুর পঞ্চায়েতের ২৬ টি আসনেই তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল বিজেপি। তবে কোথাও সরাসরি প্রার্থী দিয়েছিল তারা, আবার কোথাও নির্দল প্রার্থীকে সমর্থন দিয়েছিল। পঞ্চায়েতে ৬ টি আসনে জয়লাভ করেছিল গেরুয়া শিবির। কংগ্রেস ১টি আসন পেয়েছিল। ১৯টি আসন নিয়ে পঞ্চায়েত দখল করে তৃণমূল। এদিনের যোগদানে শাসকদলের মুখের হাসি আরও চওড়া হল।

Previous articleহাঁটু দিয়ে ব্যক্তির গলা চেপে ধরল পুলিশ! আমেরিকার ধাঁচে ঘটনা ভারতেও
Next articleস্যানিটাইজার মেখে কুমোরটুলি থেকে বিদেশ পাড়ি দিচ্ছেন উমা!