হাঁটু দিয়ে ব্যক্তির গলা চেপে ধরল পুলিশ! আমেরিকার ধাঁচে ঘটনা ভারতেও

করোনা পরিস্থিতিতে স্বাভাবিক ছন্দে ফিরছে দেশ। শুরু হয়েছে আনলক ফেজ ওয়ান। বৃহস্পতিবার এই অবস্থায় রাজস্থানের যোধপুরে টহল দিতে বেরোয় পুলিশ। সেই সময় মাস্ক না পরে রাস্তায় ঘোরাঘুরি করছিলেন সোমকরণ নামে এক ব্যক্তি। কেন তিনি মাস্ক পরেননি তা জানতে চান পুলিশকর্মীরা। এরপর শুরু হয় দু’পক্ষের বচসা। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষই। এক পুলিশকর্মী সোমকরণকে মাটিতে শুইয়ে তাঁর গলায় হাঁটু দিয়ে চেপে ধরেন। স্থানীয়দের হস্তক্ষেপে ওই ব্যক্তিকে ছাড়ে পুলিশ। পুলিশকে শারীরিক নিগ্রহের অভিযোগে সোমকরণের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার পুলিশ।

রাজস্থানের এই ঘটনা জর্জ ফ্লয়েডের মৃত্যুর স্মৃতি উস্কে দেয়। কিছুদিন আগে আমেরিকার কৃষ্ণাঙ্গ এক ব্যক্তির গলা চেপে ধরে পুলিশ। প্রায় আট মিনিট ওই অবস্থাতেই রাখা হয় তাকে শেষমেষ মৃত্যু হয় তাঁর। এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে আমেরিকাসহ সারা বিশ্ব। এরই মধ্যে একই কায়দায় পুলিশের আক্রমণ এই দেশে। সোমকরণের মৃত্যু না হলেও যেভাবে পুলিশকর্মী তাঁর ওপর আক্রমণ করেছে তার তীব্র নিন্দা করছে সারাদেশ। তবে পুলিশের অমানবিক আচরণের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। ঘটনায় পুলিশের পাল্টা অভিযোগ, পুলিশকর্মীদের জামা কাপড় ছিড়ে ফেলে ওই ব্যক্তি।

Previous articleরাজ্য নেতৃত্বের অনুমতি না নিয়ে জেলা সভাপতিদের কমিটি, ক্ষুব্ধ মমতা : এসব চলবে না
Next articleআনলক: রাজারহাটে বিজেপি ছেড়ে তৃণমূলে ৭০ জন