করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো কলকাতা পুলিশের এক কনস্টেবলের। শনিবার মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ওই পুলিশ কনস্টেবলের। লালবাজার সূত্রে খবর, করোনা আক্রান্ত হয়ে এই প্রথম কলকাতায় পুলিশকর্মীর মৃত্যু হয়েছে।

ওই কনস্টেবল সাউথ ডিভিশনের রিজার্ভ অফিসে পোস্টিং ছিলেন। ওই কনস্টেবলের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তা স্বীকার করেছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিনহা সরকার। জানা গিয়েছে, শিলিগুড়ির ফাসিঁদেওয়া থানা এলাকায় বাড়ি ওই পুলিশ কনস্টেবলের। গত ২৮ মে কলকাতা থেকে বাসে বাড়ি যান। ১ জুন শিলিগুড়ি থেকে ফিরে ডিউটিতে যোগ দেন। করোনা উপসর্গ না থাকলেও ওইদিন তাঁর কোভিড-১৯ টেস্ট হয়। টপ খপরের দিন জ্বর হওয়ায় তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৩ জুন রিপোর্ট এলে জানা যায় করোনা আক্রান্ত তিনি। লালবাজার সূত্রে খবর, শনিবার পর্যন্ত কলকাতা পুলিশের ১৯৫ জন আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৯০ জন।