Wednesday, December 17, 2025

বিজেপিতে কারা বাদ, সামনে এঁরা কারা? সঞ্জয় সোমের কলম

Date:

Share post:

সঞ্জয় সোম

সারা দেশে ২০১৩-১৪য় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, পশ্চিমবঙ্গে আজ ঠিক সেই একইরকমের আবহ তৈরি হয়েছে। মানুষ দুর্নীতি আর গাজোয়ারি সহ্য করতে করতে অবশেষে চরম বীতশ্রদ্ধ, তাঁরা পরিত্রাণ চাইছেন। রাজ্যে রোজগার নেই, ভিনরাজ্যে সন্মান নেই। মানুষ গত পঞ্চাশ বছর ধরে চলে আসা লাগাতার অবক্ষয়ের কালচক্র থেকে মুক্ত হতে চাইছেন। পশ্চিমবঙ্গের মানুষ কিছু ভদ্র সভ্য সৎ শিক্ষিত মুখ চাইছেন, যাঁরা এই গড্ডালিকাপ্রবাহের অঙ্গ নন, যাঁদের ওপর ভরসা করা যায়। সেরকম কয়েকজন আমাদের চোখের সামনেই ঘুরছেন অথচ তাঁদের সামনে না এনে সেই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড় হয়েই চলেছে। রন্তিদেব সেনগুপ্ত, দেবতনু ভট্টাচার্য, ডঃ আশীষ সরকার, ডঃ স্বপন দাশগুপ্ত, অধ্যাপক বিমল শংকর নন্দ, ডঃ মোহিত রায়, ডঃ স্বরূপ প্রসাদ ঘোষ, সোমব্রত মন্ডল, তুষার চট্টোপাধ্যায়, সৈকত বসু প্রমুখ আরো অনেক এমন মুখ আছেন, যাঁরা সামনে থাকলে মানুষ ভরসা পাবেন। তার জায়গায় কাদের সামনে নিয়ে আসা হচ্ছে? থাক, এঁদের বেশিরভাগের বিষয়েই বিশদে আর নাই বা কিছু বললাম। গত লোকসভায় প্রত্যেকটি আসনে একজন প্রার্থীই জিতেছেন, তিনি শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদি। এতে ওনার নিজের এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলির সক্রিয়তা ছাড়া আর কারো কোনো কৃতিত্ব নেই, একদম কানাকড়িও না। এবারের পরিত্রানের লড়াই বস্তুত সৎ এবং অসৎ-এর লড়াই, দুর্নীতি এবং স্বচ্ছতার লড়াই, গুন্ডামি এবং ভদ্রতার লড়াই। এই লড়াইয়ে সেনাপতি থেকে নিয়ে আমসৈনিক পর্য্যন্ত, সবাইকে নীতিনিষ্ট হতে হবে। একটা স্তরে রাজনীতির বাস্তব বড়ই নোংরা, অসভ্য, জঘন্য, অস্বীকার করার উপায় নেই। তাকে মোকাবিলা করার জন্য উপযুক্ত কাঁটাও প্রয়োজন। কিন্তু কাঁটা যেন তার নিজের জায়গাতেই সীমাবদ্ধ থাকে, মাথার মুকুট না হয়ে ওঠে, সেটা একমাত্র সত্যিকারের ভদ্রলোক নেতৃত্বই নিশ্চিত করতে পারবেন।

spot_img

Related articles

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...

অস্কার নমিনেশনে শর্টলিস্টেড ‘হোমবাউন্ড’! উচ্ছ্বসিত করণ শুভেচ্ছা জানালেন টিমকে

অ্যাকাডেমি পুরস্কার জেতার স্বপ্ন দেখছে ভারতীয় বিনোদন জগত (Indian Entertainment Industry)। মঙ্গলবার ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার...

সুপ্রিম নির্দেশে সরলো আর জি কর ধর্ষণ-খুন মামলা: শুনানি এবার কলকাতা হাই কোর্টে

আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College And Hospital) চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের মামলার এবার নতুন মোড়।...

টাকার দামে পতন অব্যাহত! আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ঘিরে ধোঁয়াশা বাড়ছে

ভারতীয় টাকার দামে (Indian Rupee Rate) আবারও বড় পতন দেখা গেল। বুধবার দুপুর আড়াইটে নাগাদ ডলার প্রতি টাকার...