Friday, December 26, 2025

অগাস্টে স্কুল খোলার সম্ভাবনা, জানালেন পোখরিয়াল

Date:

Share post:

করোনা সংক্রমণের আবহে সেই মার্চ মাস থেকে টানা বন্ধ স্কুল। দেশের ৩৩ কোটি পড়ুয়া অপেক্ষা করছে স্কুল খোলার জন্য, অথচ রোজই বেড়ে চলেছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে কবে থেকে স্কুল খুলবে, এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। তিনি জানিয়েছেন, গত ১৬ মার্চ থেকে বন্ধ আছে স্কুল। অগাস্ট মাসের পর ফের স্কুল খোলা হতে পারে।

এর আগে মে মাসের শেষে রিপোর্ট এসেছিল যে, জুলাই থেকে ৩০ শতাংশ পড়ুয়ার উপস্থিতিতে খোলা হতে পারে স্কুল। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা বাড়িতে থাকবে বলেও জানা গিয়েছিল। কিন্তু সেই সম্ভাবনা আপাতত নেই, মন্ত্রীর বক্তব্য থেকে এমনই আভাস পাওয়া যাচ্ছে। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল, গ্রিন ও অরেঞ্জ জোনে স্কুল খোলা হবে। সেখানেও সোশ্যাল ডিসট্যান্সিং সহ সব নিয়ম মেনে চলতে হবে। দুটি শিফটে স্কুল খোলা হবে। কিন্তু করোনা সংক্রমণ এখন যেভাবে বাড়ছে তাতে স্কুল খোলার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।

সাক্ষাৎকারে পোখরিয়াল বলেন, অগাস্টের পরে খুলবে স্কুল কিংবা কলেজ। সম্ভবত ১৫ অগাস্টেরও পরে খোলা হবে বলে জানিয়েছেন তিনি। ১৫ অগাস্টের মধ্যে সব পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি। অর্থাৎ যেসব পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, সেসব পরীক্ষার রেজাল্ট ঘোষণা করে দেওয়া হবে। সিবিএসসি বোর্ডের বাকি পরীক্ষা নেওয়া হবে ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে। আইসিএসই ও আইএসসি পরীক্ষা হবে ১ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত।

spot_img

Related articles

বিরোধী শিবির ছেড়ে আজই তৃণমূলে যোগ দিচ্ছেন পার্নো! খবর সূত্রের 

টলিউড অভিনেত্রী পার্নো মিত্র (Parno Mitra) এবার বিজেপি ছেড়ে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। শুক্রবার বেলা সাড়ে বারোটা নাগাদ...

ঠান্ডায় কাঁপছে বাংলা, তাপমাত্রা কমে ১২ ডিগ্রির ঘরে! শুক্রেই মরশুমের শীতলতম দিন

বড়দিন কাটতে না কাটতেই বাংলা জুড়ে হাড়কাঁপানো ঠান্ডা। প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে কনকনে ক্রিসমাস উপভোগ করার পর...

‘প্রজাপতি ২’ নামের অর্থ হারালো মাঝপথেই, ক্লাইম্যাক্স টুইস্টে বাঙালি আবেগ ধরার চেষ্টা

বড়দিনে বড়পর্দায় মুক্তি পেল 'প্রজাপতি ২' (Prajapati 2)। ছবি নির্মাতারা প্রথম থেকেই বলে এসেছেন এই ছবি বাবা- সন্তানের...

দলের পদাধিকারী-ভোট ম্যানেজারদের সঙ্গে আজ মেগা সাংগঠনিক বৈঠকে অভিষেক

দলনেত্রীর নির্দেশ মেনে এসআইআর পর্বে দলের নেতাকর্মীদের ভূমিকা আলোচনার পাশাপাশি ভোট ম্যানেজারদের সঙ্গে শুক্রবার ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন...