উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪০৫ !

আর্থিক ব্যবস্থাকে চাঙ্গা করতে লকডাউন শিথিল করে শুরু হয়েছে আনলক ফেজ ওয়ান। কিন্তু তাতে অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে ছন্দে ফিরছে বটে, কিন্ত এই পর্যায়ে মারণ ভাইরাস করোনার গ্রাফ গোটা দেশের মতোই এ রাজ্যেও ঊর্ধ্বমুখী।

এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৪২৬ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮ হাজার ৬১৩। এই ২৪ ঘণ্টার রাজ্যে মৃত্যু হয়েছে আরও ৯ জন করোনা রোগীর। তার ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৪০৫।

আজ, সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজার ৭৪৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬২ জন। ফলে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ৩ হাজার ৪৬৫।

Previous articleএবার উত্তরবঙ্গে ৭২ ঘণ্টাতেই মিলবে করোনা পরীক্ষার রিপোর্ট
Next article৯ জুনের ভার্চুয়াল যুদ্ধ : সকাল ১১টায় অমিত শাহ, দুপুর ১২টায় অভিষেক