এবার উত্তরবঙ্গে ৭২ ঘণ্টাতেই মিলবে করোনা পরীক্ষার রিপোর্ট

করোনার রিপোর্ট এবার মিলবে ৭২ ঘণ্টাতেই। সর্বোচ্চ এই সময়ের মধ্যেই জানিয়ে দেওয়া যাবে কেউ আক্রান্ত কি না। আর নেগেটিভ হলে তার আগেই জানিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে উপসর্গহীন কিংবা শারীরিকভাবে সুস্থ করোনা আক্রান্তদের আলাদাভাবে রাখা হবে। এজন্য দেখা হচ্ছে ভিন্ন হাসপাতাল। সোমবার উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠক শেষে একথা জানান জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার অজিতরঞ্জন বর্ধন। বৈঠকে ছিলেন উত্তরবঙ্গের জন্য নিযুক্ত ওএসডি ডাঃ সুশান্ত রায়, দার্জিলিংয়ের জেলাশাসক এস পুণ্যবলম, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল সুপার ডাঃ কৌশিক সমাজদার, দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। করোনার পরীক্ষা বাড়াতে আরেকটি মেডিক্যালের ভি আর ডি ল্যাবে আরেকটি আরটিপিসিআর মেশিন বসানো হবে বলে জানানো হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রতিদিন এখানে ৮৫০ টি করোনার নমুনা পরীক্ষা হবে। জেলাশাসক বলেন, “আমরা কোয়ারেন্টিন সেন্টার বাড়ানোর চেষ্টা করছি। ইতিমধ্যে ৭২ টি ঠিক হয়েছে। সেখানে ভিনরাজ্য ফেরতদের রাখা হবে”। ডিভিশনাল কমিশনার বলেন, অনেক রোগী রয়েছে যাঁদের কোনো লক্ষণ নেই, তাঁদেরকে নজরদারি ও পুষ্টিকর খাবার দিলে সেরে উঠতে পারেন। এজন্য আলাদা করে হাসপাতাল খোঁজা হচ্ছে। সেই সমস্ত জায়গায় রেখে সুস্থ করে তাঁদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

Previous articleকরোনা আক্রান্তের সংখ্যায় একা মহারাষ্ট্রই টপকে গেল চিনকে!
Next articleউদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪০৫ !