এক বেনজির ঠিকানা।

একই প্রাঙ্গণে একদিকে পোষ্যদের সমাধি; অসুস্থ ও অবহেলিত পশুদের পালন।
অন্যদিকে, মানবসন্তানদের আশ্রয়- কেউ অনাথ, কেউ পথভ্রষ্ট।
নিখিল বঙ্গ কল্যাণ সমিতির নজিরবিহীন কর্মযজ্ঞ আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত। আর আবার ঘুরে দাঁড়াতে তাঁদের পাশে দাঁড়াচ্ছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানবপ্রেমী,পশুপ্রেমীদের ভালোবাসার সহাবস্থানের এই ঠিকানায় যাতায়াত অনেকেরই। কিন্তু কঠিন লড়াইতে এই বিধ্বস্ত প্রাঙ্গণের ভরসা এখন অভিষেক।
দেখুন একটি প্রতিবেদন-
