কৃষ্ণাঙ্গ হত্যার জেরে বন্ধ হল মিনিয়াপোলিস পুলিশ বিভাগ

এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের হাতে কৃষ্ণাঙ্গের মৃত্যুতে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। আমেরিকাবাসী ভুলে গিয়েছ করোনা সংক্রমণের কথা। সেখানে ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ অব্যাহত। যার জেরে বন্ধ করে দেওয়া হল মিনিয়াপোলিস পুলিশ বিভাগ।

মিনিয়াপোলিস পুলিশ বিভাগের শেতাঙ্গ অফিসার ডেরেক শভিনের হাঁটুর চাপেই শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড। মৃত্যুর আগে জর্জের শেষ কথা ‘আমি শ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে’। এরপর দেশ জুড়ে শুরু হয় কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদ।

মিনেসোটা সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট লিসা বেন্ডর জানিয়েছেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। পরে ফের নতুন করে এই ডিপার্টমেন্ট তৈরি করা হবে। মানুষ ও কমিউনিটির সুরক্ষার নতুন মডেল নিয়ে আমরা ফের এই ডিপার্টমেন্ট চালু করব।”

তবে মিনিয়াপোলিস পুলিশ বিভাগ বন্ধ করে দেওয়ার পরেই কি থেমে যাবে প্রতিবাদ? স্বাভাবিক হবে আমেরিকা?

Previous articleএ কিসের সঙ্কেত! চিনের ভিডিও প্রকাশ হতেই চাঞ্চল্য
Next articleফের শোপিয়ানে গুলির লড়াইয়ে নিহত ৪ জঙ্গি