কী কী খুলছে পর্যটনে দেখে নিন…

আজ, সোমবার থেকে রাজ্যের বেশির ভাগ পর্যটন কেন্দ্র খোলা হচ্ছে। খোলার তালিকায় রয়েছে কোন কোন পর্যটন কেন্দ্রগুলি, দেখে নিন …

১)দিঘা ও মন্দারমণিতে আজ থেকে কয়েকটি হোটেল খুলছে। বাকিগুলি কবে খুলবে, তা নিয়ে বুধবার হোটেল মালিক ও প্রশাসনের বৈঠক রয়েছে।

২) ঝাড়গ্রামে দু’টি সরকারি আবাস খোলার পাশাপাশি পর্যটক টানতে শ্যুটিং স্পট ধরে সিনে-পর্যটনের ভাবনাচিন্তা চলছে।

৩) আজ থেকে ডায়মন্ড হারবারের সাগরিকা টুরিস্ট লজ খোলা হবে। তবে বকখালি পিকনিক স্পটএবং সাগরের পর্যটনকেন্দ্র খোলা নিয়ে সিদ্ধান্ত হয়নি।

৪) গেস্টহাউস-সহ উত্তর ২৪ পরগনার টাকি পর্যটনকেন্দ্র খুলছে।

৫) পশ্চিম বর্ধমানের মাইথনে পর্যটক নিবাসটি খুললেও বাকি বেসরকারি হোটেল এখনই খুলবে না।

৬) বিষ্ণুপুরের সরকারি ট্যুরিস্ট লজ এবং বেসরকারি হোটেল-লজ খুলছে।

৭)মুকুটমণিপুরের বেসরকারি হোটেল ও লজও খোলা হচ্ছে।

৮)পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়েও বেসরকারি হোটেল, রিসর্ট খুলে যাচ্ছে।

প্রসঙ্গত, হাওড়ার গাদিয়াড়া ও  গড়চুমুকে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে বলে সেগুলি আপাতত খোলা হচ্ছে না।

Previous articleনিম্নচাপের হাত ধরে বঙ্গে বর্ষা বৃহস্পতিবার
Next articleকোয়রেন্টাইনে সাপের কামড়! শ্রমিকের মৃত্যু