নিম্নচাপের হাত ধরে বঙ্গে বর্ষা বৃহস্পতিবার

মধ্য জ্যৈষ্ঠে নাজেহাল কলকাতাবাসী। ভ্যাপসা গরম, প্যাচপ্যাচে ঘামে অস্বস্তিকর অবস্থা। বর্ষা কবে ঢুকবে সেটাই এখন বড় প্রশ্ন। এরই মধ্যে খুশির খবর জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, ১১-১২ জুনের মধ্যেই বর্ষা ঢুকে যাবে পশ্চিমবঙ্গের কিছু অংশে।

আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। পরবর্তী ২৪ ঘন্টায় ওই নিম্নচাপ আরও প্রবল হবে। এই নিম্নচাপের জেরে গতি বাড়বে মৌসুমী বায়ুর। হাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপের হাত ধরেই সিকিম ওড়িশা এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে বর্ষা প্রবেশ করবে।

Previous article১৬ ঘণ্টা নিষ্প্রদীপ, ফল্ট খুঁজতে নাজেহাল সিইএসসি
Next articleকী কী খুলছে পর্যটনে দেখে নিন…