Friday, May 16, 2025

করোনা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। আগামীদিনে বিশ্বজুড়ে সংক্রমণ আরও বাড়বে। করোনা বিশ্ব মহামারির ভবিষ্যৎ নিয়ে এই আশঙ্কার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র প্রধান টেড্রস অ্যাডানম ঘেব্রেইসাস।

জনস হপকিনস ইউনিভার্সিটির রিপোর্ট অনুযায়ী, বিশ্বে করোনা সংক্রমণ ৭০ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যু ৪ লক্ষেরও বেশি। আমেরিকার করোনা পরিস্থিতি চরম আশঙ্কাজনক। হু জানিয়েছে, সংক্রমণের গতি বাড়ছে লাতিন আমেরিকার দেশগুলোতে। উদ্বেগজনক অবস্থা ব্রাজিল, মেক্সিকোতে। গোটা দক্ষিণ আমেরিকায় সংক্রমিত ১২ লক্ষেরও বেশি মানুষ। লাতিন আমেরিকায় মৃত্যু হয়েছে ৬০ হাজারের বেশি মানুষের।

হু প্রধান টেড্রস অ্যাডানম ঘেব্রেইসাসের বক্তব্য, চিন থেকে ডিসেম্বরে যে ভাইরাস ছড়িয়ে পড়ার খবর মিলেছিল ধীরে ধীরে তার ভরকেন্দ্র হয়ে ওঠে পূর্ব এশিয়া, ইউরোপের দেশগুলি। ইতালিতে মৃত্যুমিছিল শুরু হয়ে যায়। তবে ইতালি এখন সংক্রমণে রাশ টেনেছে অনেকটাই। সংক্রমণের নিরিখে এখন ইতালিকে টপকে গেছে ব্রাজিল, রাশিয়া, স্পেন, ব্রিটেন ও ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ১০ দিনে রোজই ১ লক্ষেরও বেশি সংক্রমণের খবর মিলছে। গতকালই রেকর্ড সংক্রমণ ধরা পড়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার মানুষ, যা এযাবৎকালের মধ‍্যে সর্বোচ্চ। হু-র মতে, আগামী দিনে মধ্য ও দক্ষিণ আমেরিকায় সংক্রমণ ও মৃত্যু আরও বাড়বে। কিছু দেশ অর্থনীতিকে চাঙ্গা করতে লকডাউন শিথিল করার কথা ভাবছে। কিন্তু তাতে বিপদ আরও বাড়বে। টেড্রস জানিয়েছেন, গত রবিবার বিশ্বে যত সংক্রমণ ধরা পড়েছে তার ৭৫ শতাংশই ছিল আমেরিকা ও দক্ষিণ এশিয়ার অন্তত দশটি দেশের।

Related articles

জেলা সভাপতির বদলে কোর কমিটি ২ জেলার, দুই জেলায় সভাপতি ঘোষণা স্থগিত

দলীয় স্বার্থে সাংগঠনিক জেলার গঠন প্রণালী কেমন হবে, তা নিয়ে স্পষ্ট ধারণা তৃণমূলের সদ্য প্রকাশিত নেতৃত্বের তালিকায়। জেলা...

গাড়ির যান্ত্রিক ত্রুটি-দূষণ পরীক্ষায় রাজ্যে হচ্ছে ১২টি আধুনিক ATS

গাড়ির যান্ত্রিক ত্রুটি ও দূষণ নিয়ে প্রশ্নের সমাধানে রাজ্যে গড়ে উঠছে ১২টি আধুনিক অটোমেটেড টেস্টিং স্টেশন (ATS)। পরিবহন...

পরিচয় জানলে ব্যোমিকাকেও ছাড়তেন না! বিজেপির জাতিবিদ্বেষের পর্দাফাঁস সপা নেতার

মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ কর্ণেল সোফিয়া কুরেশি সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তার জের সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। তবে...

টুটু বোসের ইস্তফা নিয়ে শুক্রবারও সিদ্ধান্ত হল না

শুক্রবারের কার্যকরী সমিতির বৈঠকেও টুটু বোসের(Tutu Bose) ইস্তফা গ্রহন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া গেল না। এর আগে একটা...
Exit mobile version