Tuesday, August 26, 2025

২১ জুলাই কি ‘ভার্চুয়াল’ সমাবেশ? মমতা জানালেন, দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত

Date:

রাজ্যে ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউন৷ সে ক্ষেত্রে হাতে থাকবে মাত্র ২১ দিন৷ এই সময়ের মধ্যে রাজ্যের পরিস্থিতি করোনা-পূর্ব অবস্থায় ফেরানো কার্যত অসম্ভব৷

তাহলে এ বছর তৃণমূলের ২১ জুলাইয়ের ভবিষ্যৎ কী ? তৃণমূলও কি তাহলে বিজেপির মতোই ভার্চুয়াল সমাবেশ করবে ওই ২১ জুলাই ?

সোমবার নবান্নে এসব প্রশ্নের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেছেন, “সেদিন কী হবে, তা নিয়ে এখনও কিছু ঠিক হয়নি৷ দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত”৷

তৃণমূলের সঙ্গে ২১ জুলাইয়ের সমাবেশের নাড়ির যোগ৷ ওই দিনেরর সমাবেশে যোগ দিতে রাজ্যের সব প্রান্তের লাখ লাখ মানুষ কলকাতায় পা রাখেন৷ কিন্তু করোনা- আবহে এবারের পরিস্থিতি ভিন্ন। প্রতি বছরের ২১ জুলাই যেভাবে মানুষ আসেন, সমাবেশে যোগ দেন, এবার সামাজিক দূরত্ব বিধির কারনে, তা কার্যত অসম্ভব৷ একুশের নির্বাচনের আগে এবারই সম্ভবত শেষ ২১ জুলাই৷ এই সমাবেশ করতে না পারলে ক্ষতিই হবে শাসক দলের৷ একুশের মঞ্চ থেকেই বারো মাসের কর্মসূচি ঘোষণা করেন সুপ্রিমো৷
ফলে, একমাত্র বিকল্প ভার্চুয়াল সমাবেশ৷ তৃণমূল নেত্রী এদিন এ বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেননি৷ তবে তিনি এদিন জানিয়েছেন, ভার্চুয়াল সভা করতে কোটি কোটি টাকা লাগে৷ বিজেপির টাকা আছে, তাই করছে। তিনি বলেন, “ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রশাসনিক ব্যাপারে অনেকের সঙ্গে কথা বলেছি। কিন্তু ভিডিও কনফারেন্সিং ও ভার্চুয়াল সভার মধ্যে ফারাক রয়েছে”৷ মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, তিনি এখনই এই বিষয়ে কিছু জানাতে পারবেন না। দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ফলে ২১ জুলাইয়ের সমাবেশের ভবিষ্যৎ কী, তা জানতে আরও কিছুদিন অপেক্ষাই করতে হবে৷

Related articles

ট্রাম্পের শুল্কবাণে অস্থিরতা শেয়ার বাজারে! পড়ছে সেনসেক্স-নিফটি

আমেরিকার(USA) ৫০ শতাংশ শুল্ক আরোপের ঠিক একদিন আগেই ধরাশায়ী শেয়ার বাজার(Share Market)। দেশের শেয়ার বাজারে ব্যাপক ধস। দুপুর...

‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা কেন? গর্জে উঠলেন মমতা

ভিনরাজ্যে ‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। মঙ্গলবার, বর্ধমান শহরের পরিষেবা প্রদান মঞ্চ...

ধোনির পছন্দের তালিকায় ছিলেন না মনোজ!

দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালে। এরপর আর ভারতীয় দলে সুযোগ পাননি মনোজ(Manoj Tiwary) তিওয়ারি। কেনো পাননি...

কাশ্মীরের ডোডায় ভয়াবহ হড়পা বান! জম্মুতে জারি বন্যা সতর্কতা

ফের বড়সড় প্রাকৃতিক বিপর্যয়ের মুখে ভূস্বর্গ। মঙ্গলবার জম্মু ও কাশ্মীর জেলা বিধ্বস্ত হল ভয়াবহ হড়পা বানে। অন্তত চার...
Exit mobile version