Sunday, November 16, 2025

কবে খুলবে থিয়েটার? এখনও দিশাহীন পরিচালক, অভিনেতা থেকে কলাকুশলীরা

Date:

আনলক ওয়ান পর্বে বুধবার থেকে সিনেমার শ্যুটিং শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে । কিন্তু থিয়েটারের মঞ্চের কী অবস্থা জানেন ? কবে থেকে বিভিন্ন রঙ্গশালায় ফের জ্বলে উঠবে আলো? কী বলছেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্বরা? কী মত টেকনিশিয়ানদের ?

আসলে কবে খুলবে থিয়েটার, তা নিয়ে এখনও দিশাহীন পরিচালক, অভিনেতা থেকে শুরু করে কলাকুশলী প্রত্যেকে।  রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, মনোজ মিত্র, কৌশিক সেনদের গলায় কার্যত একই সুর।
সবার গলাতেই এক সুর, থিয়েটার নিয়ে থিয়েটারকর্মী ছাড়া আর কেউ ভাবছেন না!
রুদ্রপ্রসাদ সেনগুপ্তর বক্তব্য , এখনও পর্যন্ত আমাদের কোনও কালচারাল পলিসি, কোনও সংগঠন নেই।’ বিভাস চক্রবর্তীর বক্তব্য, ‘গাইডলাইন করতে গেলে থিয়েটারে অভিনয়ের খুঁটিনাটি বুঝে গাইডলাইন করা বেশ কঠিন। তবে থিয়েটারের মঞ্চ ফের চালু করা নিয়ে সরকারি চিন্তাভাবনা থাকা উচিত।’
বর্তমান পরিস্থিতিতে কলকাতা ও মফঃস্বলের প্রায় অধিকাংশ মঞ্চ বন্ধ পড়ে রয়েছে।ফলে বহু মানুষের পেশা প্রশ্নের মুখে। অভিনেতা কৌশিক সেন বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও বেশ কিছুটা সময় লাগবে। তবে আশা করছি নভেম্বর-ডিসেম্বর থেকেই আবার কাজ শুরু করতে পারব।
রীতিমতো অভিমানী সুর অনির্বাণ ভট্টাচার্যের গলায় ।তিনি বলেছেন, ‘বাংলা থিয়েটারের কোনও গিল্ড নেই, কোনও মুখ নেই। কাজেই নেই নাট্যব্যক্তিত্বদের সঙ্গে সরকারের যোগাযোগের কোনও সরাসরি মাধ্যম।লকডাউনের দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও নাট্য অ্যাকাডেমি থেকে থিয়েটারের উদ্দেশে কোনও বার্তা এসে পৌঁছায়নি।’
অন্যদিকে থিয়েটার সংক্রান্ত গাইডলাইন নিয়ে রীতিমতো আশাবাদী রাজ্যের বিজ্ঞান ও জৈব প্রযুক্তি দফতরের মন্ত্রী তথা নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু। তিনি বলেছেন, ‘সিনেমার শ্যুটিং শুরুর ছাড়পত্র দেওয়া হলেও এখনই হলগুলি খোলার কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। জমায়েত ছাড়া থিয়েটার প্রায় অসম্ভব। তাই পরিস্থিতি আরও কিছুটা স্বাভাবিক হলে সিনেমা হলের সঙ্গেই নাট্যমঞ্চ খোলার কথাও নিশ্চিতভাবে বলবে সরকার।’
যদিও করোনা পরিস্থিতিতে থিয়েটারের জন্য এখনও পর্যন্ত আসেনি কোনও সরকারি সাহায্য। এই পেশার সঙ্গে যুক্ত অগুনতি মানুষের রুজিরুটি তাই প্রশ্নের মুখে। নাট্যব্যক্তিত্বরা নিজেদের উদ্যোগে টাকা তুলে সাহায্য করছেন বিভিন্ন কলাকুশলীদের। এই পরিস্থিতিতে সবাই আশায় বুক বাঁধছেন, ফের স্বমহিমায় ফিরবে থিয়েটার।

Related articles

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...
Exit mobile version