অমিত শাহ বলেছিলেন,” পরিযায়ী শ্রমিকদের ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেনকে করোনা স্পেশাল বলেছিলেন মমতা। শ্রমিকরা এটা ভুলবে না। এই ট্রেনেই মমতাদের বাংলার বাইরে পাঠানোর ব্যবস্থা করে দেবে।”

এর জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নে বলেন,” আমি করোনা এক্সপ্রেস বলিনি। আমি বলেছিলাম পাবলিক বলছে। আমার বক্তব্য ছিল কেন পরিযায়ীদের ঘরে ফেরার সুযোগ না দিয়ে লকডাউনে ফেলা হল। আর এখন কেন ট্রেনে গাদাগাদি করে ফিরিয়ে ওদের বিপদে ফেলা হচ্ছে।”

এরপর এবিপি আনন্দ মঙ্গলবার অমিত শাহের বক্তব্য দেখায়। তারপর মমতার আগে মন্তব্যটি আবার দেখায়। সেই অংশে তারা যা দেখিয়েছে, তাতে করোনা এক্সপ্রেস কথাটা মমতাই বলেছেন।

এ নিয়ে তারপরেই আবার বিতর্ক তুঙ্গে। তৃণমূলের বক্তব্য, মমতার পুরো কথা দেখানো হয়নি।
