Sunday, May 4, 2025

যাবতীয় জল্পনার কার্যত অবসান।

তৃণমূল ছেড়ে কোথাও যাবেন না শুভেন্দু অধিকারী। বরং আরও বেশি দায়িত্ব নিয়ে তিনি দলের হয়ে কাজে নামবেন। এমনকি ভোটের আগে অলিখিত উপমুখ্যমন্ত্রীর ভূমিকাতেও তাঁকে দেখা যেতে পারে। আর এই বিষয়ে শুভেন্দু যাঁর সহযোগিতা পাবেন, তাঁর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক মহলে জল্পনা মাঝেমধ্যেই ছড়ায় শুভেন্দু ক্ষুব্ধ। তিনি তৃণমূল ছাড়ছেন। বিজেপির একাংশ তাঁকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করতে তৈরি।

সূত্রের খবর, কিছু বিষয়েই শুভেন্দুর দ্বিমত আছে। পিকের কর্মসূচিতেও তাঁকে দেখা যায় না। এই সবই ঠিক। কিন্তু সর্বশেষ খবর, এর জন্য তৃণমূল ছাড়ার কথা তিনি ভাবছেন না।
সূত্রের খবর, শুভেন্দুকে সরকার ও দলের কাজে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে। যাঁর সঙ্গে দূরত্ব বলে রটনা, সেই অভিষেকও সিনিয়রের মর্যাদা দিয়েই শুভেন্দুকে কাজের পরিসর দিচ্ছেন। অভিষেক মূলত রাজ্যব্যাপী সাংগঠনিক কাঠামো সামলাচ্ছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দুকে দল প্রত্যক্ষ জনসংযোগে সামনে রাখছে। শুভেন্দু- অভিষেক জুটি আগামী দিন আরও জোরদার হবে বলে সূত্রটির ধারণা। দুজন দুই স্টাইলে রাজনীতি করেন। দুই ঘরানাই দলের সম্পদ হিসেবে কাজে লাগবে। তবে সূত্রটি এও বলেছে, দু একটি মহল থেকে শুভেন্দুকে আলাদা রাখার চেষ্টা চালানো হচ্ছে এখনও। তৃণমূল পরিবারে যেহেতু শুভেন্দুর নিজস্ব একটি জনপ্রিয়তা আছে, তাই তাঁর ইগোকে উসকে দিতে চান কেউ কেউ। বহু বিষয়েই শুভেন্দু গুটিয়ে রাখেন নিজেকে। এদিকে অভিষেক যত দলের নিয়ন্ত্রণ নিচ্ছেন, তিনি শুভেন্দুকে সম্মানজনক জায়গায় রেখেই দলকে সাজাচ্ছেন। মমতার পাশে যদি শুভেন্দু ও অভিষেক এককাট্টা থাকেন, তাহলে সম্মিলিত বিরোধীদের আসন ৫০-৬০এই থেমে যাবে বলে তৃণমূল আত্মবিশ্বাসী। অভিষেক নীরবে বুথভিত্তিক গ্রাউন্ডওয়ার্ক করে চলেছেন।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version