ICMR-এর নির্দেশে শহর কলকাতার ১৬ টি ওয়ার্ড থেকে ৪০ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হবে। এই ৪০ জন ব্যক্তি একটি ওয়ার্ডের বা ব্লকের চারটে আলাদা আলাদা জায়গা থেকে ১০ জন করে ব্যক্তির রক্ত নেওয়া হবে। অর্থাৎ মোট ৪০ জনের রক্ত নেওয়া হবে।

এরপর তাঁদের কাছ থেকে সংগৃহীত সেই রক্তের নমুনা সংগ্রহ করে দেখা হবে সংশ্লিষ্ট ব্যক্তিরা শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা। অন্যদিকে, কনটেন্টমেন জোনে পাঁচটির হিসেবে ১০০ জনের কাছ থেকে রক্তের নমুনা সংগ্রহ করে দেখা হবে তাঁদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা। এবং সেই রক্তের নমুনা পাঠানো হবে চেন্নাইতে। সেখানে রক্তের ওপর গবেষণা করা হবে।

এই পদ্ধতি আগামীকাল, বৃহস্পতিবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এর ফলে মানুষের শরীরে কোভিড-১৯ মোকাবিলায় অ্যান্টিবডি তৈরি হয়েছে তা বোঝা যাবে।
