Friday, November 14, 2025

গোহারা হেরে গেল গেরুয়া শিবির। যে ডিজিটাল যুদ্ধ নিয়ে তাদের ছিল গর্বের দাপাদাপি, সেই যুদ্ধেই তারা হেরে গেল মঙ্গলবার। সৌজন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল বনাম বিজেপির হ্যাশট্যাগ যুদ্ধ মঙ্গলবার চলে সারাদিন। এদিনের এই যুদ্ধ আর একবার বুঝিয়ে দিল করোনার আতঙ্কের মাঝে আগামী বিধানসভা যুদ্ধে বড় ভূমিকা থাকছে ডিজিটাল দুনিয়ার। মানুষকে প্রভাবিত করার মোক্ষম অস্ত্র হচ্ছে ডিজিটাল মিডিয়া।

বিজেপির হ্যাশট্যাগ যুদ্ধ শুরু হয় মঙ্গলবার সকালে অমিত শাহর বক্তব্য শুরু হওয়ার আগে থেকেই। হ্যাশট্যাগ ছিল “বাংলার জন সমাবেশ।” ট্রেন্ডিংয়ে এগিয়ে ছিল বাংলা। তারপরই তৃণমূল কংগ্রেসের হ্যাশট্যাগ “বেঙ্গল রিজেক্টস অমিত শাহ”। পাল্টা এই হ্যাশট্যাগ, পিছনে ফেলে দেয় বিজেপিকে। ট্যুইটার দখল করে নেয় তৃণমূল। শাহ বক্তব্য রাখতে শুরু করার পরেই হ্যাশট্যাগ কলকাতার ট্যুইটার দখল করে। সন্ধেয় দেখা যায় কলকাতার ট্রেন্ডিং তালিকার শীর্ষে হ্যাশট্যাগ “বেঙ্গল রিজেক্টস অমিত শাহ”।

তৃণমূলের ধাক্কায় শীর্ষস্থান হারাল বিজেপি। অমিত শাহ থাকা সত্ত্বেও পিছিয়ে পড়ায় বিস্মিত বিজেপির আইটি সেল। বিজেপির ছিল টানা প্রস্তুতি। আর তৃণমূলের হঠাৎ সিদ্ধান্ত। তবু তাতেই কেল্লা ফতে। মঙ্গলবার সন্ধে সাতটা নাগাদ ট্যুইটের ফলাফল বলছে, বিজেপির হ্যাশট্যাগ ট্যুইট করা হয় ৩৫ হাজার বার, সেখানে তৃণমূলের হ্যাশট্যাগ ৮৫ হাজার বার ট্যুইট করা হয়। প্রায় আড়াই গুনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। হিসেব বলছে, ৪০টিরও বেশি যাচাই করা অ্যাকাউন্ট থেকে বিজেপির হ্যাশট্যাগে ট্যুইট বা রিট্যুইট করা হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস মাত্র ১৪ টি ভেরিফায়েড অ্যকাউন্ট থেকেই বিজেপির থেকে আড়াই গুন বেশি সংখ্যায় পৌঁছে যায়।

‘২১র যুদ্ধর দামামা যদি বেজে যায় মঙ্গলবার, তাহলে তার প্রথম রাউন্ডে ল্যান্ড স্লাইড ভিক্ট্রি তৃণমূলের।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version