Thursday, November 6, 2025

দাবি আদায় করে অবশেষে সাউন্ড-ক্যামেরা-অ্যাকশনে রাজি হলেন টলিউডের অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলীরা। স্টুডিওপাড়ায় শুটিং শুরুর কথা হলেও বারবার তা আটকে যাচ্ছিল স্বাস্থ্য বিমার প্রশ্নে এসে। বিমা নাহলে অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা কাজে যোগ দিতে রাজি ছিলেন না। কিন্তু দ্রুত বিমা করানোতেও সমস্যা। সে ক্ষেত্রে লিখিত দাবি করেছিলেন তাঁরা। সেটা দেওয়া নিয়েই চলছিল টালবাহানা। ফলে ৮ তারিখ থেকে ১০ তারিখ- ক্রমশ পিছতে থাকে শুটিং শুরুর দিন। একসময় অনিশ্চিত হয়ে পড়ে শুটিং। খবর ছড়ায় অন্তর্দ্বন্দ্বেরও। বুধবার অবশেষে জট কাটল টলিপাড়ায়। আর্টিস্ট ফোরাম ও প্রযোজকদের সঙ্গে বৈঠকে মেলে সমাধানসূত্র। প্রযোজক ও আর্টিস্ট ফোরামের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। নিজেদের দাবিতে অনড় থাকেন আর্টিস্ট ও টেকনিশিয়ানরা। অবশেষে চাপের মুখে স্বাস্থ্য বিমা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। ঠিক হয় বিমার

• ৫০% দেবে প্রযোজক সংস্থা
• ৪০% দেবে চ্যানেল
• ১০% দেবেন আর্টিস্ট ও টেকনিশিয়ানরা

• যতক্ষণ না পর্যন্ত বিমার কাগজ হাতে আসছে, ততক্ষণ যদি কেউ সমস্যায় পড়েন তাহলে তাঁকে পরিষেবা দেওয়া হবে।

এই বিষয়ে লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠকের পরেই মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, তাঁদের মধ্যে যা সমস্যা ছিল সব মিটে গিয়েছে। সব পক্ষের ঐক্যমতের ভিত্তিতেই বৃহস্পতিবার থেকে শুটিং শুরু হবে।
আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে শঙ্কর চক্রবর্তী জানান, একটা বড় পরিবারের মনোমালিন্য হয়েই থাকে। আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করা গিয়েছে। ৮৩ দিন শ্যুটিং বন্ধ রয়েছে টলিপাড়ায়। এই পরিস্থিতিতে সবাই কাজে ফিরতে চাইছেন। দাবি মেনে নেওয়ায় বৃহস্পতিবার থেকে মসৃণভাবে কাজ চলবে বলে আশা রাখছে টলিউড।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version