বিশ্বজুড়ে আরও খারাপের দিকে করোনা পরিস্থিতি: হু

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এমনই আতঙ্কের কথা শুনিয়েছেন। তবে তুলনামূলকভাবে ইউরোপের পরিস্থিতি উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সাংবাদিক বৈঠকে টেড্রোস আধানম জানান, রবিবার শুধুমাত্র আমেরিকা ও দক্ষিণ এশিয়ার ১০টি দেশের সংক্রমণের হার ৭৫ শতাংশ। গত ১০ দিনে প্রতিদিন ১ লক্ষের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। রবিবার সেই সংখ্যাটা ছিল ১ লক্ষ ৩৬ হাজার।

টেড্রোস বলেন আফ্রিকার বেশিরভাগ দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে। যদিও মহাদেশে বেশিরভাগ দেশেই আক্রান্তের সংখ্যা ১ হাজারের কম। টেড্রোস জানান, “বিশ্বের বহু দেশ ভাইরাসের সংক্রমণ থেকে সেরে উঠছে। এটা একটা ইতিবাচক দিক।”

Previous articleসাংসদ অভিষেকের হাত ধরে রাজ্যে নয়া প্রকল্প : ‘বাংলার যুবশক্তি’
Next articleবিচ্ছেদ হচ্ছে বিরাট অনুষ্কার! কী বললেন অভিনেত্রী?