Tuesday, August 26, 2025

গত আড়াই মাসে লকডাউনের সময় থেকে কলকাতা পৌরসংস্থা ও রাজ্য স্বাস্থ্য দফতরের তত্ত্বাবধানে ৪৪ টি সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন প্রাক্তন মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ।

তিনি আরও জানিয়েছেন, এই কঠিন পরিস্থিতির সময় সমস্ত বেসরকারি স্বাস্থ্য সংস্থাগুলি বন্ধ ছিল। কিন্তু একমাত্র সরকারি স্বাস্থ্য সংস্থা মানুষকে পরিষেবা দিয়ে গেছে। শুধু তাই নয়, কলকাতা পুরসভা আগামী দিনেও মানুষকে পরিষেবা দিয়ে যাবে বলে জানান তিনি।

এর পাশাপাশি অতীন ঘোষ ডেঙ্গু নিয়ে আলোকপাত করেছেন। তিনি জানিয়েছেন, ডেঙ্গু সারা বছরই থাকে। কিন্তু কখনও কখনও তার প্রকোপ বাড়তে পারে। যেমন বর্ষাকালে ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি হয়, কারণ এইসময় এডিস মশা বংশবিস্তার করে। এবং খোলা জায়গায় জল জমলে বংশবিস্তার করতে মশাদের সবচেয়ে বেশি সুবিধা হয়।

প্রাক্তন ডেপুটি মেয়রের দাবি, গত ফেব্রুয়ারি মাস থেকেই কলকাতা পৌরসংস্থা ডেঙ্গু নিয়ে সচেতনতা মূলক একটি পদযাত্রা করে। এবং ডেঙ্গু নিয়ে তারা ক্রমাগত কাজ করে চলেছে। পৌরসংস্থার স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সমস্ত জিনিসের উপর নজর রাখে। যেমন কোথাও জল জমেছে কিনা, রিজার্ভার ঢাকনা খোলা আছে কিনা, ইত্যাদি।

ডেঙ্গু নিয়ে কলকাতার নাগরিকদের প্রতিনিয়ত সচেতন ও সাবধান করে যাবে কলকাতা পুরসভা। প্রত্যেকদিন একটি রোডম্যাপ অনুযায়ী কলকাতা পৌরসংস্থা এই কাজ করবে বলে জানান অতীনবাবু।

Related articles

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...
Exit mobile version