ভাড়া বৃদ্ধি সেই তিমিরেই, সোমবার থেকে ৪০০ সরকারি বাস রাস্তায়

বাস সংগঠনগুলির প্রস্তাব দেওয়ার পর ৭২ ঘণ্টার বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু শুক্রবার রাত অবধি বাস ভাড়া বৃদ্ধি নিয়ে কোনওরকম সিদ্ধান্ত নেওয়া যায়নি। শুক্রবার ফের বাস মালিক সংগঠনগুলি পরিবহন দফতরকে চিঠি দেয় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য।

বাসের অপ্রতুলতার কারণে রাস্তায় ভিড় কাটাতে রাজ্য সরকার সোমবার থেকে ৪০০টি অতিরিক্ত বাস রাস্তায় নামাচ্ছে। মূলত অফিস যাত্রীদের সুবিধার জন্যই বাসগুলি বারাকপুর, বারাসত, গড়িয়া, বেহালা, পার্ক সার্কাস সহ বিভিন্ন জায়গা থেকে বাস ছাড়বে। লক্ষ্য মূলত অফিসপাড়া অর্থাৎ ধর্মতলা, রবীন্দ্রসদন, ডালহৌসি, শ্যামবাজার, সল্টলেক, সেক্টর ফাইভ। বাসগুলির মধ্যে ১৫০টির মতো বাস থাকবে শীতাতপনিয়ন্ত্রিত, বাকিগুলি সাধারণ।

Previous articleঅসমে ফের আক্রান্ত ১৪৫ জন
Next article২৩ ট্রেনে রাজ্যে ফিরছে পরিযায়ী শ্রমিকরা