২৩ ট্রেনে রাজ্যে ফিরছে পরিযায়ী শ্রমিকরা

পরিযায়ী শ্রমিকদের তাদের বাসস্থানে ফেরাতে ১৫দিন সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। কোর্টের এই রায়ের প্রায় ৭২ ঘণ্টার মধ্যেই এবার এক একসাথে ২৩টি ট্রেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে বাংলা ঢুকেছে। ৬৩টি শ্রমিক স্পেশাল দাবি করেছিল ৭টি রাজ্য। ৭টি রাজ্যের মধ্যে বেশিরভাগ ট্রেন চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এই ট্রেনগুলিতে আনুমানিক প্রায় ৩০ হাজার রাজ্যবাসী ফিরবেন বলে মনে করা হচ্ছে।আগামী কয়েক দিনেই তাঁরা ফিরবেন। যে স্টেশনগুলিতে তাঁরা নামবেন, সেই স্টেশনে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলি পালন করতে রাজ্য সব রকমের ব্যবস্থা নিতে চলেছে।

Previous articleভাড়া বৃদ্ধি সেই তিমিরেই, সোমবার থেকে ৪০০ সরকারি বাস রাস্তায়
Next articleগড়িয়া শ্মশানের মরদেহবিতর্ক নিয়ে দু’চার কথা