Monday, August 25, 2025

রবিনসন স্ট্রিটের পুনরাবৃত্তি হাওড়ায়, ৩দিন বাবার মৃতদেহ আগলে বসে থাকল মেয়ে!

Date:

রবিনসন স্ট্রিটের পুনরাবৃত্তি এবার হাওড়ায় । বাবা মারা গিয়েছেন তিনদিন আগে। অথচ ঘরের মধ্যে বাবার মৃতদেহের দিকে তাকিয়ে ৩ দিন ধরে ঠায় বসে মেয়ে!
শুধুমাত্র তাই নয়, কখনও জলমুড়ি  , আবার কখনও দীর্ঘদিন পরে থাকা সিঙ্গারা মুড়ি খেয়ে ওই তিনদিন কাটিয়েছে মেয়েটি।  প্রতিবেশীরা ঘুণাক্ষরেও মালুম করতে পারেন নি ঘটনার । তারা জানিয়েছেন, কয়েকবছর আগে মৃত্যু হয় তরুণীর মায়ের । তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন ।
এরপর থেকে পেশায় চক্ষু চিকিৎসক বাবা আর মেয়ে থাকতেন বাড়িতে । কিন্তু মায়ের মৃত্যুর পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন মেয়ে ।
স্থানীয়রা জানিয়েছেন, মৃত অমল কুমার মান্না হাওড়ার জগাছার শিয়ালডাঙায় একটি দ্বিতল বাড়ির ওপরতলায় ভাড়া থাকতেন । বিশিষ্ট চক্ষু চিকিৎসক হিসাবে এলাকায় যথেষ্ট সুনাম ছিল তাঁর । মেয়েও পড়াশোনায় মেধাবী। কিন্তু মায়ের মৃত্যুর পর শোকে মেয়েটিও মানসিকভাবে ভেঙে পড়ে । ওই চিকিৎিসক নিজেই মেয়ের দেখাশুনা করতেন । এমনকি বাড়ির সব কাজ তিনি নিজেই করতেন । বৃদ্ধ বাবার মৃতদেহ প্রায় তিনদিন ধরে ঘরে আগলে বসে থাকলেও, দেহে পচন ধরে দুর্গন্ধ বেরোতে শুরু করে । সেই দুর্গন্ধ সহ্য করতে পারেননি মেয়েটি। বাধ্য হয়ে এলাকার চা বিক্রেতাকে গিয়ে ঘটনার কথা জানান ।তিনি মেয়েটিকে নিয়ে হাজির হন জগাছা থানায় । পুলিশ মেয়েটিকে নিয়ে বাড়িতে এসে দেখে , বৃদ্ধ চিকিৎসকের দেহ পরে রয়েছে মেঝেতে । পচন ধরা মৃতদেহের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কিছু খাবার । দুর্গন্ধে টেঁকা যাচ্ছে না ।
অমল কুমার মান্না (৭০) নামের ওই চক্ষু চিকিৎসক প্রত্যেকদিন মেয়েকে সঙ্গে নিয়েই কলকাতার চেম্বারে যেতেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন। গত এক সপ্তাহ ধরে তাদের দু’জনকেই বাড়ি থেকে কেউ বেরতে দেখেননি । ঘন্টা তিনেক পরে যখন বাড়ি থেকে দেহ বের করা হয়, ততক্ষণ রাস্তার ধারে দুটি ব্যাগ ভর্তি বই নিয়ে ঠাঁই দাঁড়িয়ে ছিলেন চিকিৎসক কন্যা অনিতা মান্না । পুলিশ ও প্রতিবেশীরা বার বার তাকে খাওয়ার দিলেও সে কিছুই মুখে তোলেনি । বার বার সে আবেদন জানায়, তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হোক, তার বাবা অসুস্থ ।
তবে ওই প্রৌঢ়ের মৃত্যু করোনাভাইরাসের জন্য কিনা তা নিয়ে ধন্দে পুলিশ । যদিও পুলিশ কোনও ঝুঁকি নিতে রাজি হয়নি। মেয়েটিকে উদ্ধার করে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয় । এরপর তার করোনা পরীক্ষা করা হবে। ফলাফল নেগেটিভ হলে মেয়েটিকে হোমে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।

Related articles

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...
Exit mobile version