Wednesday, May 14, 2025

সুপ্রিম নির্দেশে বিরোধীদের অভিযোগ সঠিক-সত্য, মানুষকে কী জবাব দেবে সরকার? মান্নান

Date:

কোভিড-১৯ মারণ রোগের আক্রমণকে মোকাবিলা করতে সমগ্র দেশে বিভিন্ন রাজ্য সরকারের ভূমিকার প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট। এজন্য পশ্চিমবঙ্গ-সহ চারটি রাজ্যকে নোটিশও দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, “আমরা এই অতিমারি করোনা রোগের শুরু থেকেই বারবার কেন্দ্র এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। দুই সরকারকেই সতর্ক করে অনুরোধ করেছি, করোনা নিয়ে কোনও সঙ্কীর্ণ রাজনীতি নয়, সঙ্ঘবদ্ধভাবে এই মারণরোগকে মোকাবিলা করতে হবে। কিন্তু কাকস্য পরিবেদনা।”

মান্নান অভিযোগ করে আরও বলেন, “আমরা যেহেতু বিরোধী দলের লোক। তাই আমাদের গঠনমূলক প্রস্তাবকে ফুৎকারে উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় সরকার জনতা কার্ফুর শেষে জনগণকে কাঁসর-ঘন্টা বাজাবার আহ্বান জানিয়ে রাস্তায় মিছিলে নামিয়ে দিলেন। মারণ রোগের প্রতিরোধের নাম করে আতসবাজির উৎসব করে কেন্দ্রের শাসক দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন। বিশ্বের কাছে ভারতবাসীর লজ্জায় মাথা হেঁট করিয়ে দিলেন।”

কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারেরও সমালোচনা করেন আব্দুল মান্নান। তাঁর কথায়, “রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী বাজারে দাগ কেটে কে কোথায় দাঁড়িয়ে কেনা-বেচা করবেন তার নির্দেশ দিলেন। করোনাকে পাশ বালিশ হিসেবে ব্যবহার করতে উপদেশ দিলেন। সবজান্তা মুখ্যমন্ত্রী বিরোধীদের তো দূরের কথা, নিজের দলের মন্ত্রীদেরও বিশ্বাস না করে নিজেকেই উপহাসের পাত্রী রূপে তুলে ধরলেন।”

আব্দুল মান্নানের দাবি, “সুপ্রিম কোর্টের এই অসন্তোষ প্রকাশ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এতদিন বিরোধীদের তোলা অভিযোগ কত সঠিক এবং সত্য। জনগণকে এবার কী জবাব দেবে সরকার ?”

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version