চিনা মাঞ্জা নিয়ে রাজ্যের বক্তব্য তলব হাইকোর্টের

দীর্ঘদিন ধরেই চিনা মাঞ্জায় একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে৷ এই বিষয়েই শুক্রবার এক জনস্বার্থ মামলার শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে। সওয়াল শেষে চিনা মাঞ্জা এবং মাঞ্জায় ঘটে যাওয়া একের পর এক দুর্ঘটনা নিয়ে রাজ্য সরকারের বক্তব্য তলব করেছেন প্রধান বিচারপতি৷ আগামী ১৯ জুনের মধ্যে রাজ্যকে জানাতে হবে, চিনা মাঞ্জায় কেন এত দুর্ঘটনা ঘটছে, আর তা রুখতে রাজ্য সরকারই বা কোন ধরনের ব্যবস্থা নিয়েছে।

কিছুদিন আগে, গত ১৭ মে ‘মা’ উড়ালপুলে চিনা মাঞ্জা গলায় জড়িয়ে গুরুতর জখম হয়ে একজনের মৃত্যু হয়। এর আগেও একাধিকবার একই ধরনের ঘটনা ঘটেছে কলকাতায়৷ মামলার হলফনামায় বলা হয়েছে, চিনা মাঞ্জার ব্যবহার বেড়েছে ২০১৭ থেকে। তখন থেকেই একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। মামলার পরবর্তী শুনানি ১৯ জুন।

Previous articleঅ্যাডামাস ইউনিভার্সিটিতে শুরু ভর্তি প্রক্রিয়া, মিলবে ২ কোটি টাকার কোভিড স্কলারশিপ
Next articleবীরভূমে শিক্ষা দানে বাড়িতেই পৌঁছবে ‘স্কুল’