Friday, November 14, 2025

চন্দন বন্দ্যোপাধ্যায় 

আজ শনিবার থেকে খুলে গেল দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। মা ভবতারিণীর পুজো দিতে ভোর থেকেই এসেছিলেন ভক্তরা । সামাজিক দূরত্ব বিধি মেনে, মুখে মাস্ক পরে লাইনে দাঁড়ান ভক্তরা। মোতায়েন ছিল বহু পুলিশকর্মী। প্রত্যেককেই প্রথমে থার্মাল স্ক্রিনিং এর পর স্যানিটাইজেশন টানেলের মধ্যে দিয়ে যেতে হয়েছে । তারপরই মিলেছে মায়ের দর্শনের ছাড়পত্র । গত ২১ মার্চ করোনা সংক্রমণ ও লকডাউনের কারণ বন্ধ করে দেওয়া হয়েছিল দক্ষিণেশ্বরের কালী মন্দির। টানা ৮২ দিন পর এবার তা আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হল।
শনিবার থেকে সেখানে ভক্তরা প্রবেশ করলেও, তাদের জন্য ছিল বেশ কিছু শর্ত। আপাতত সকাল সাতটা থেকে দশটা ও বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে ছটা পর্যন্ত মন্দির খোলা থাকবে। ভক্তরা পুজোতে কোনও ফুল দিতে পারছেন না। কোনও সিঁদুর, চরণামৃত দেওয়া হচ্ছে না। গর্ভগৃহের ৬ ফুট দূর থেকে মা ভবতারিণী কে দর্শন করতে হচ্ছে । মোট ১০ জন করে পুজো দিতে পারছেন।করোনা সংক্রমণ থেকে বাঁচতে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হচ্ছে ভক্তদের। মাস্ক পরতেই হচ্ছে ।

পুজো দেওয়ার পর পঞ্চবটী, নহবত কোথাও ভক্তদের যাওয়ার অনুমতি নেই । মন্দিরের ভেতরের ব্যাপার কর্তৃপক্ষের নিরাপত্তারক্ষীরা দেখছেন । বাইরে মোতায়েন ছিল প্রচুর পুলিশ।
মন্দির ট্রাস্টির সম্পাদক কুশল চৌধুরী বলেন, সকাল ও বিকালে তিন ঘণ্টা করে ৬ ঘণ্টা ভক্তদের জন্য মন্দির খোলা হবে। পুজোয় কোনও ফুল ব্যবহার হবে না। কাউকে ফুল দেওয়া হবে না। এই নিয়মবিধি মানা ছাড়া আর কোনও পথ খোলা ছিল না। লকডাউন শিথিল হলে পরবর্তী সিদ্ধান্ত আলোচনা করে ঘোষণা করা হবে।

Related articles

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...
Exit mobile version