দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম! কলকাতায় কত জানেন?

৩৫ দিনে ২২ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম! আজ কলকাতায় কত?
ফাইল ছবি

দীর্ঘ লকডাউনের মধ্যে চাহিদা না থাকায় দেশে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি হয়নি। কিন্তু গত ১ জুন থেকে লকডাউন শিথিল হয়ে আনলক ফেজ ওয়ান শুরু হতেই প্রায় প্রতিদিনই পেট্রোল-ডিজেলের দাম বাড়তে থাকে।

প্রায় ৮৩ দিন পর দাম বাড়া শুরু। গত এক সপ্তাহ ধরে বাড়ছে যানবাহনের জ্বালানীর দাম। আজ, শনিবার ফের একবার দেশজুড়ে পেট্রোলের দাম বাড়ল ৫৯ পয়সা ও ডিজেলে বাড়ানো হল ৫৮ পসয়া। গত ৭ দিনে পেট্রোলে বেড়েছে ৩.৯০ টাকা ও ডিজেলে বেড়েছে ৪ টাকা লিটার প্রতি।

দেশের চার মহানগরীতে কোথায় কত দাম (লিটার প্রতি) পেট্রোলের দেখে নিন-

কলকাতা- ৭৭.০৫ টাকা
চেন্নাইয়- ৭৮.৯৯ টাকা,
মুম্বইয়- ৮২.১০ টাকা।
দিল্লি- ৭৫.১৬ টাকা।

দেশের চার মহানগরীতে কোথায় কত দাম (লিটার প্রতি) ডিজেলের দেখে নিন-

কলকাতা- ৬৯.২৩ টাকা।
চেন্নাইয়- ৭১.৬৪ টাকা।
মুম্বইয়- ৭২.০২ টাকা।
দিল্লি- ৭৩.৩৯ টাকা।

Previous articleকরোনায় মৃত্যু পুলিশ কনস্টেবলের
Next articleসেঞ্চুরি করেই চলে গেলেন ভারতীয় ক্রিকেটের প্রবীণ মানুষটি