Thursday, August 21, 2025

১৬ বছরে মাকে হারিয়ে খুঁজে বেড়াতেন, এবার মিলবেন দু’জনে!

Date:

Share post:

চার লাইনের একটা পোস্ট। কী লেখা… বাংলায় তর্জমা করলে এইরকম দাঁড়ায়… “অশ্রুস্রোত থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে আবছা অতীত/হাসিতে ধরা দিচ্ছে অন্তহীন স্বপ্নরা/আরও একটি ক্ষণস্থায়ী জীবন/ মধ্যস্থতা করছে দুজনের মধ্যে”…

এক সপ্তাহ আগে সুশান্ত সিং রাজপুত মাকে নিয়ে ইনস্টাগ্রামে করেছিলেন পোস্ট। মায়ের সাদা কালো ছবি, পাশে নিজের… আর লেখার একেবারে শেষে ‘মা’। সেটা ইংরেজিতে নয়, হিন্দিতে। কম বয়সে মাকে হারানোর ব্যথা তাড়িয়ে বেড়াতে সুশান্তকে। ২০০২ সালে মায়ের মৃত্যুর সময় সুশান্তর বয়স মাত্র ১৬। ফলে জীবনের বাকি ১৮টা বসন্ত হাতড়ে বেরিয়েছেন মায়ের স্মৃতিকে। কোনও সাফল্যই তাঁকে মায়ের স্মৃতি ভুলতে দেয়নি। এমনকী ধোনির বায়োপিক ছবির সাফল্যের পরেও বলেছিলেন, মা এই সাফল্য দেখতে পেলে সবচেয়ে বেশি খুশি হতাম।

মনোবিদরা বলছেন, অল্পবয়সে যাঁরা মাকে হারান, তাঁরা অনেক ক্ষেত্রেই সৃজনশীল হন। সাফল্য বা বিপর্যয় এলে তারা মায়ের নিরাপদ আশ্রয় খোঁজে। এই যে শেষ ছবি ‘ছিচোড়ে’ খুব একটা সাফল্য পেল না বা লকডাউনের সময়ে প্রায় আড়াই মাস ধরে কর্মহীন, হতাশার সময় বোধহয় কোথাও একটা স্নেহের পরশ, একটা মানসিক সেফ কাস্টডি খুঁজছিলেন। যা বন্ধু বা বান্ধবীরা দিতে পারেননি। তাই এক সপ্তাহ আগে বারবার মায়ের কাছে ফিরে যাচ্ছিলেন। তার সঙ্গে অবসাদের অসুস্থতা। এই কারণগুলো কি শেষ করে দিয়েছিল অভিনেতাকে? ‘ধোনি,দ্য আনটোল্ড স্টোরি’ মুক্তির ঠিক আগে তিনি বারবার বলেছিলেন, ‘বেঁচে থাকলে আমাকে নিয়ে সত্যিই খুব গর্ব হতো মায়ের। সম্ভবত আমি এখন যা করছি তার চেয়ে আলাদা লোক হতে পারতাম। মায়ের মৃত্যু আমাকে আমুল পাল্টে দিয়েছে। আগে অল্প কিছুতেই মেজাজ হারাতাম। কিন্তু এখন সাফল্য-ব্যর্থতা কোনও কিছুতেই আমি উত্তেজিত হই না। মা বেঁচে থাকলে হয়তো এমনটা হতো না!’ ইনস্টাগ্রামে সেই ইঙ্গিত দিয়েই কী মায়ের কাছে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন!

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...