ফের মানবিকতার নজির, ‘মুন্না ভাই’ অভিনেতাকে সাহায্য সোনু সুদের

করোনা আবহে মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সোনু সুদ। উদ্যোগ নিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়েছেন তিনি। তাঁর কাজে প্রশংসায় পঞ্চমুখ দেশবাসী। এবার সাহায্যের হাত বাড়ালেন ‘মুন্না ভাই এমএমবিবিএস’-এর অভিনেতার দিকে। অর্থকষ্টে ভুগছেন সুরেন্দ্র রজন। তাঁকে প্রয়োজনীয় জিনিস এবং আর্থিক সাহায্য দিলেন সোনু।

‘মুন্না ভাই এমএমবিবিএস’-এর জনপ্রিয় দৃশ্য জাদু কি ঝপ্পি। সঞ্জয় দত্ত হাসপাতালের একজন বয়স্ক কর্মচারীকে জড়িয়ে ধরেন ওই দৃশ্যে। তিনি হলেন অভিনেতা সুরেন্দ্র রজন। লকডাউনের জেরে কাজ নেই তাঁর। জমানো যা ছিল তাও শেষ। আর রাজকুমারে সুরেন্দ্র রজনের সঙ্গে কাজ করেছিলেন সোনু। সেই সোনু পাশে দাঁড়ালেন। আগামী ১৮ জুনের আগেই তাঁকে দেশের বাড়ি পৌঁছে দেবেন সোনু।

প্রসঙ্গত, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করা ছাড়াও ঘূর্ণিঝড় নিসর্গের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা। নিসর্গ আছড়ে পড়ার আগে ২৮০০০ হাজার মানুষের খাবার এবং পুনর্বাসন ব্যবস্থা করেছেন তিনি।