Friday, December 19, 2025

ডিগনিটি ইন ডেথ! কৃশানু মিত্রর কলম

Date:

Share post:

কৃশানু মিত্র

নাম তার সম্ভবত হরিদাস, পদবী পাল। বাড়ি ঠিক জানিনা কোথায়? কোথাও একটা হবে। সে যেখানেই হোক, কিন্তু মানুষটি খাঁটি। শিক্ষিত, সমাজ সচেতন, দেশপ্রেমিক। সৎ পথে উপার্জন করেন, সরকারকে কর দেন, খবর দেখেন, পড়েন, বিবেক বুদ্ধি দিয়ে সরকারের ভুল ত্রুটি নিয়ে ফেসবুকে প্রতিবাদ শানান। আবার প্রয়োজন মনে করে ঘন্টাও বাজান, বাড়ির ছাদে গিয়ে সপরিবার টর্চও জ্বালান। ইদানিং আমাদের এই হরিদাসবাবু খুব রেগে। আঁকশি দিয়ে পচা গলা মৃতদেহ কি কেউ এই ভাবে টেনে নিয়ে যায়? কি নির্মম !! হোক না বেওয়ারিশ। তাবলে ডিগনিটি ইন ডেথ বলে কিছু থাকবেনা? এই সব ভেবে হরিদাসবাবু আজ বড় উত্তেজিত।

এই সব ভাবতে ভাবতে হরিদাসবাবু আজ যাচ্ছেন একটি বিশেষ কাজে। কাজটা ব্যক্তিগত তাই আমার জানা নেই। আজ রবিবার তাই শহরের বাইরে গিয়ে কাজটা সেরে আসার জন্য আজকের দিনটা বেস্ট।

অন্য বার এইখান দিয়ে যাওয়ার সময় পাঞ্জাব ধাবাতে আলুর পরোটা মাস্ট ছিল, এইবার ড্রাইভার যখন জিজ্ঞেস করল, ধাবাতে দাঁড়াতে হবে কিনা তখন হরিদাস পাল নাই বললেন। করোনার দিনকাল, সবে লকডাউন উঠেছে, রিস্ক নিয়ে লাভ নেই। এই সব ভাবতে ভাবতে গাড়ি যখন এগোচ্ছে, হঠাৎ ড্রাইভার বলল সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে।

গাড়ির কাঁচ নামিয়ে হরিদাস দেখে, একটি এম্বুলেন্স উল্টে পড়ে আছে, সামনে একটা ট্রাক দাঁড়িয়ে। দেখে মনে হল এম্বুলেন্সটা হয়তো ব্যালেন্স হারিয়ে ট্রাকটাকে ধাক্কা মেরেছে। কিছুটা এগিয়ে হরিদাসবাবু গাড়ি থামালেন, ড্রাইভার জানাল এম্বুলেন্সের ড্রাইভার আর দুজন রুগী কাতরাচ্ছে, হসপিটাল নিয়ে গেলে বেঁচে যেতে পারে। কি ভয়ানক কথারে বাবা!! করোনার বাজারে একজন এম্বুলেন্সের ড্রাইভার আর দু-দুজন রুগীর সংস্পর্শে আসার মানেটা জানিস তুই ?? অশিক্ষিত কোথাকার। দেখছিসনা ফেসবুক, টিভিতে রোজ কি বলছে? কে জানে, এম্বুলেন্সে কোনো কোভিট রুগী যাচ্ছিল কিনা? আর আমাদের দুজনের একলার তো বিষয় নয়, বাড়িতে দুজনেরই পরিবার পরিজন আছে। না না … চল চল ..

খবরে প্রকাশ,

করোনা আক্রান্ত রোগী হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অ্যাম্বুলেন্সের চালকের। রোগীদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে এনএইচ-৬ জাতীয় সড়কে কোলিশ্বরের কাছে।

রবিবার সকালে কোলাঘাট ব্লকের গোপালনগর থেকে দুই করোনা আক্রান্ত রোগীকে পাঁশকুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল৷ সেই সময় কোলিশ্বরের কাছে একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি৷

অ্যাম্বুলেন্সে করোনা আক্রান্ত রোগী রয়েছেন, এটা ধরে নিয়েই সাহায্যে এগিয়ে আসেননি কেউ৷ দীর্ঘক্ষণ তাঁরা ওই অবস্থায় পড়ে থাকেন৷

স্থানীয়রাই খবর দেয় পাঁশকুড়া হাসপাতালে৷ ঘটনাস্থলে যান পাঁশকুড়া করোনা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা৷ তাঁরাই দুই করোনা আক্রান্ত রোগীকে গুরুতর আহত অবস্থায় পাঁশকুড়া করোনা হাসপাতালে নিয়ে যান৷ ততক্ষণে মারা গেছেন ড্রাইভার গোপীনাথবাবু। এলাকায় একমাত্র তিনিই করোনা রোগীদের হাসপাতাল পৌঁছতেন। কোলাঘাটের রাস্তায় কাতরাতে কাতরাতে মৃত্যু হল তাঁরই।

spot_img

Related articles

পদ্মাপাড়ে বাংলা সংস্কৃতির উপর আক্রমণ, নিন্দায় সরব পশ্চিমবঙ্গের শিল্পী-সাহিত্যিকরা

অগ্নিগর্ভ বাংলাদেশের (Bangladesh) উত্তেজনার পরিস্থিতিতে একের পর এক সংবাদমাধ্যমের অফিস ভাঙচুরের খবরের পাশাপাশি ধানমান্ডিতে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক কেন্দ্র...

বহরমপুরে টানা তিনদিন আটকে রেখে গণধর্ষণ, পুলিশের তৎপরতায় দ্রুত গ্রেফতার ২

বহরমপুরে এক আদিবাসী মহিলার উপর ভয়াবহ নির্যাতনের (Sextual harassments) অভিযোগ। তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি ফাঁকা...

মার্লিন গ্রুপের উদ্যোগে কলকাতায় জাতীয় বধির ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জমকালো উদ্বোধন

শীতের কলকাতায় জমজমাট ক্রিকেট, তবে এই  ক্রিকেট ম্যাচ একটু আলাদা, ২২ গজের নিয়ম এক, কিন্তু যারা খেলতে নেমেছেন...

বাংলায় আবার নিশ্চয়ই মমতার সরকার হবে, বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়: সংসদ চত্বরে সরব জয়া

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক সমাজবাদী পার্টির (SP) রাজ্যসভার (RajyaSabha) সাংসদ...