বেলাগাম ফি বৃদ্ধি : লকেট, সায়ন্তনের নেতৃত্বে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ

বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধি নিয়ে এবার রাস্তায় নামল বিজেপি। রাজ্য বিজেপি সোমবার দুপুরে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ সামিল হয়। দলের পক্ষে ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু সহ অন্যন্য নেতৃত্ব। লকেট অভিযোগ করেন, বেসরকারি স্কুলগুলো বেলাগামভাবে স্কুলের ফি বৃদ্ধি করছে। এই পরিস্থিতিতে যা অনৈতিক এবং বেআইনি। কারণ, কেন্দ্রীয় সরকার আগেই বলে দিয়েছে মানুষকে যতটা পারা যায় এই পরিস্থিতিতে ছাড় দেওয়ার চেষ্টা করুক রাজ্য সরকারগুলি। এখনই ফি ৫০% কম করা হোক। লকেট বলেন, আমরা দেখছি, রাজ্য সরকার এ ব্যাপারে কোনও সদর্থক ভূমিকাই নিচ্ছে না। কেন বেসরকারি স্কুলের লাগাম ধরতে নির্দেশিকা জারি করা হচ্ছে না! সরকারের এই মনোভাবই প্রমাণ করছে বেসরকারি স্কুলগুলোর সঙ্গে সম্ভবত রাজ্য সরকারের গোপন আঁতাত রয়েছে। আর সেই কারণেই তারা বেলাগামভাবে ফি বৃদ্ধি করলেও রাজ্য সরকার মুখে কুলুপ এঁটেছে। প্রতিদিন অভিবাবকরা রাস্তায় নামছে তা সত্যেও চেতনা ফিরছে না সরকারের। এদিন বিকাশ ভবনে গিয়ে বিজেপি প্রতিনিধি দলের সদস্যরা শিক্ষা দফতরে তাদের অভিযোগ জানিয়ে আসেন। সায়ন্তন বসুর সাফ কথা, বেলাগাম ফি বৃদ্ধি রাজ্য সরকার বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে। রাজ্য সরকারের সাফ কথা, বেসরকারি কোনও স্কুলকেই নিয়ন্ত্রণের আইন রাজ্যের হাতে নেই। কেন্দ্র আইন করুক, রাজ্য তা লাগু করবে।

Previous articleউত্তপ্ত মধ্যমগ্রাম, হাতাহাতিতে আহত ১০ জন
Next articleডিগনিটি ইন ডেথ! কৃশানু মিত্রর কলম