উত্তপ্ত মধ্যমগ্রাম, হাতাহাতিতে আহত ১০ জন

হঠাৎ উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম । সোমবার সকালে
মধ্যমগ্রামের দিগবেড়িয়ায় বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পরে দুই
পক্ষ। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে আহত হয় উভয়পক্ষের ১০ জন ।
বিরোধীরা এই ঘটনার জন্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছেন । তাদের অভিযোগ, এই ঘটনার সঙ্গে সিন্ডিকেটের টাকার ভাগবাটোয়ারা নিয়ে গোষ্ঠীকোন্দলের যোগসূত্র আছে। তার জেরেই এই ঘটনা। স্থানীয়রা জানিয়েছেন, গতকাল একটি সভা ছিল সেখানে দু’পক্ষের মধ্যে বচসা বাধে। সেই বিবাদ আজ সকালেও গড়িয়েছে ।
যদিও গোষ্ঠীদ্বন্দ্ব ও সিন্ডিকেট নিয়ে বিবাদের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এর সঙ্গে রাজনীতি বা দলের কোনও যোগসূত্র নেই ।

Previous articleকরোনা আবহেই খুলল কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠ
Next articleবেলাগাম ফি বৃদ্ধি : লকেট, সায়ন্তনের নেতৃত্বে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ